ভারতে কোনপ্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না: আসিফ মাহমুদ
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমের জন্য কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপরে এক বিবৃতিতে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
কোনো কারণ ছাড়াই বাংলাদেশি এই পেসারকে বাদ দেওয়ার সংবাদে ভারতকে একটি উগ্র রাষ্ট্র অবহিত করে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশটিতে কোনপ্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। আজ শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনপ্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। সরকার এবং বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত।
তিনি আরও লেখেন, ৫ আগস্টের পরেও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতা পূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছে।