২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:২১

ম্যাচের আগে অসুস্থ ঢাকার কোচ, নেওয়া হলো হাসপাতালে

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি  © ফাইল ছবি

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলের দ্বাদশ আসরে নিজেদের যাত্রা শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। তবে ম্যাচ শুরুর আগে দলের শিবিরে অস্বস্তিকর পরিস্থিতি, খেলা শুরুর আগ মুহূর্তে মাঠেই অসুস্থ হয়ে পড়েন দলের সহকারী কোচ মাহবুব আলী জাকি। 

দ্রুতই সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বিপিএল শুরুর মাত্র দুদিন আগেই গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন মাহবুব জাকি। 

সে সময় বেশ আত্মবিশ্বাসী ও সাবলীলভাবেই দলের প্রস্তুতি, পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে কথা বলেন তিনি। টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগেও নিয়মিতভাবেই মাঠে শিষ্যদের নিয়ে কাজ করছিলেন। তবে ম্যাচ শুরুর ঠিক আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। 

আরও পড়ুন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়েই

সে সময় পরিস্থিতির গুরুত্ব বুঝে তাকে সঙ্গে সঙ্গে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার তাতক্ষণিক উন্নতি না হওয়ায় বিলম্ব না করে তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে মেডিকেল টিম।