দুই বন্ধুর লড়াইয়ে টস জিতলেন শান্ত
নানা আলোচনা-সমালোচনার অধ্যায় পেরিয়ে অবশেষে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ৩টায়।
এদিকে এই ম্যাচকে ঘিরে দর্শকদের বাড়তি আগ্রহের বড় রয়েছে। দুই ঘনিষ্ঠ বন্ধুর নাজমুল হোসেন শান্ত বনাম মেহেদী হাসান মিরাজের দ্বৈরথ এটি। ম্যাচের আগে গতকাল (বৃহস্পতিবার) দুজনেই এই বন্ধুত্বপূর্ণ লড়াই নিয়ে নিজেদের ভাবনার কথা জানান।
সিলেট টাইটান্স একাদশ: সাইম আইয়ুব, রনি তালুকদার, হরতজউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, রুয়েল মিয়া।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ: তানজিদ হাসান তামিম, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহেরব হাসান, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো, সন্দীপ লামিচানে।