২৫ ডিসেম্বর ২০২৫, ২৩:৩১

চট্টগ্রামের দায়িত্বে বিসিবি, স্বস্তিতে ক্রিকেটাররা

বিসিবি  © ফাইল ছবি

চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই শুরু হয় নতুন অনিশ্চয়তা। আর্থিক পরিস্থিতি বিবেচনায় দল পরিচালনার দায়িত্বে থাকা সম্ভব হচ্ছে না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় ফ্র্যাঞ্চাইজিটির মলিকপক্ষ। পরে উপায়ন্তর না পেয়ে দলটির দায়িত্ব নিতে বাধ্য হয় বিসিবিও। এতে পারিশ্রমিক ইস্যুতে জটিলতার অবসান ঘটে ক্রিকেটারদের।

এদিকে নিজেদের অধীনে যাওয়ার পরপরই চট্টগ্রাম রয়্যালসকে নতুন করে গুছিয়ে নেওয়ার কাজে নেমে পড়ে বিসিবি। দল পরিচালনায় দ্রুত স্থিতিশীলতা ফেরাতে প্রশাসনিক ও কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ পরিবর্তনও আনে বোর্ড। দলের প্রধান কোচের দায়িত্ব পান অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল।

একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে নতুন ভূমিকায় যুক্ত হয়ে হাবিবুল বাশার জানান, প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে। বিসিবির এমন সিদ্ধান্তে সন্তোষ দলের ক্রিকেটাররাও।

এ নিয়ে বাশার বলেন, ‘সব কাজই কঠিন, কোন কাজই সহজ নয়। একদম কালকে খেলা আজকে আমি ওদের সাথে যোগ দিলাম। অবশ্যই, এটা চ্যালেঞ্জিং এবং বিপিএলে নিজেই একটা চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। যদিও সময় কম কিন্তু এটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব সেটুকু চেষ্টা করছি। বিদেশি খেলোয়াড় দুজন এসেছেন, দুজন খেলবেন। বাকিদের সাথে আমি যোগাযোগ শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘কালকের ম্যাচে পাব না আশা করছি তারপরের ম্যাচ থেকে হয়ত চলে আসবে, যাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আমার মনে হয় খেলোয়াড়রা এখন কমফোর্ট জোনে আছে। তারা কমফোর্ট ফিল করছে। আজ আমি সবার সঙ্গে কথা বললাম, প্রত্যেকেই খুশি। অন্তত তারা এখন একটা ভালো ম্যানেজমেন্টের সাথে কাজ করতে পারবে, খেলতে পারবে, তাদের আর অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না। খেলোয়াড়দের দিক থেকে তারা খুব খুশি।’

চট্টগ্রাম চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকবে কি না প্রশ্নে বাশার বলেন, ‘আমি আত্মবিশ্বাসী (চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকবে কিনা)। দেখুন, চ্যাম্পিয়নশিপ তো অনেক পরের কথা। অবশ্যই, আমাদের শুরুটা ভালো করতে পারলে আমার মনে হয় আমরা এখনো ভালো করতে পারি। হয়ত বিদেশি খেলোয়াড়দের নিয়ে একটু অনিশ্চয়তা আছে। কিন্তু স্থানীয় খেলোয়াড়দের মধ্যে আমি যেটুকু দেখেছি তারা খুবই আত্মবিশ্বাসী, তারা ভালো করতে চায়। আমার মনে হয় এরকম টুর্নামেন্টে মানসিক দিক থেকে ভালো অবস্থায় থাকাটা গুরুত্বপূর্ণ।’