২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:২৮

অধিনায়কের নাম ঘোষণা রংপুর রাইডার্সের 

রংপুর রাইডার্সের লোগো  © সংগৃহীত

গত কয়েক বছর ধরে রংপুর রাইডার্সের অবিচ্ছেদ্য অংশ নুরুল হাসান সোহান। এবার বিপিএলে তার নেতৃত্বেই খেলছে তিস্তা পাড়ের দলটি। সোহানের নেতৃত্বেই জিএসএলের শিরোপা জিতেছিল রংপুর। 

আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া বিপিএলেও তার ওপরই আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে উইকেটকিপার-ব্যাটার সোহানকে আবারও অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে রংপুর।

এদিকে এবারের বিপিএলে রংপুরের হয়ে খেলবেন লিটন দাস। বড় অঙ্কের অর্থে তাকে দলে ভেড়ানোয় নেতৃত্বের গুঞ্জন ছিল। এছাড়া এই দলে আছেন সাবেক জাতীয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। তবে নতুন কাউকে নয়, অভিজ্ঞ সোহানের ওপরই ভরসা রেখেছে রংপুর ম্যানেজমেন্ট।

অন্যদিকে ২০১৭ সালে মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে একবার বিপিএলের শিরোপা জিতেছিল রংপুর। পরে সোহানের অধিনায়কত্বে জিএসএল চ্যাম্পিয়ন হয় দলটি। এবার তৃতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামছে তিস্তা পাড়ের প্রতিনিধিরা।

প্রতিবারের মতো এবারও তারকা সমৃদ্ধ দল গড়েছে রংপুর রাইডার্স। নাহিদ রানা ও খুশদিল শাহের সঙ্গে দলে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, ডেভিড মালান ও ফাহিম আশরাফ। সব মিলিয়ে এবারের বিপিএলে শিরোপার অন্যতম দাবিদার রংপুর রাইডার্স।