২৪ ডিসেম্বর ২০২৫, ২১:২৮

নোয়াখালী এক্সপ্রেস শিবিরে বড় দুঃসংবাদ

নোয়াখালী এক্সপ্রেস  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর আগমুহূর্তে বড় ধাক্কা খেয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। স্বাস্থ্যগত কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুশল মেন্ডিস। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে কুশল মেন্ডিসকে দলে নেয় নোয়াখালী। তবে অসুস্থতার কারণে এবার বিপিএলে খেলতে পারছেন না তিনি। 

অবশ্য মেন্ডিসের ছিটকে পড়ায় নোয়াখালী এক্সপ্রেসের খুব বড় সমস্যা হওয়ার কথা নয়। কারণ, তারা আগেই দলে যোগ করেছেন ক্যারিবীয় ওপেনার জনসন চার্লস এবং আফগান ওপেনার সেদিকুল্লাহ আতালকে। এছাড়া, দেশি ব্যাটসম্যানদের মধ্যে সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান এবং শাহাদাত হোসেন দীপু আছেন।

একনজরে নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, মোহাম্মদ নবী, সেদিকুল্লাহ আতাল, হাসান ইসাখিল, বিলাল সামি, ইবরার আহমেদ।