‘আন্ডাররেটেড ক্যাপ্টেন’ তকমার জবাব দিলেন মিঠুন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে চিটাগং কিংসের অধিনায়কত্ব করেছিলেন মোহাম্মদ মিঠুন। ডানহাতি উইকেটকিপার এ ব্যাটারের নেতৃত্বে গত মৌসুমে ফাইনাল পর্যন্ত উঠেছিল দলটি। শিরোপা জিততে না পারলেও মিঠুনের অধীনে পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক ও প্রশংসনীয় ক্রিকেট উপহার দেয় বন্দরনগরীর দলটি।
এবার আসন্ন বিপিএলেও মিঠুনকে অধিনায়ক হিসেবে বেছে নেয় ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন পর্বেই তার কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। যদিও বরাবরই তার অধিনায়কত্বকে 'আন্ডাররেটেড' হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে টি-টোয়েন্টিতে অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেছেন তিনি। তার দাবি, এই ধরনের তকমা মূলত সংবাদমাধ্যমের সৃষ্টি।
মিঠুনের ভাষ্যমতে, ‘আন্ডাররেটেড যেটা বললেন, সেটা তো আপনাদের মাধ্যমেই (সংবাদমাধ্যম) হয়। এটা তো আর আমি নিজে বলতে পারব না যে আমি কেমন অধিনায়কত্ব করি। আমি চেষ্টা করি যখন যেখানে দায়িত্ব পাই সেখানে নিজের শতভাগ দিতে। আমার লক্ষ্য থাকে দলের সবার কাছ থেকে সেরা পারফরম্যান্স বের করে আনা।’
ঢাকা ক্যাপিটালসকে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল হিসেবে তুলে ধরে মিঠুনের মত, দলের মূল ভরসা তাদের অভিজ্ঞ খেলোয়াড়রা। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটকে সাধারণত তরুণদের ফরম্যাট বলা হয়, তবে মিঠুন মনে করেন এই সংস্করণে অভিজ্ঞতার গুরুত্বই বেশি।
তিনি ব্যাখ্যা করেন, ‘ঢাকা ক্যাপিটালস খুব ভারসাম্যপূর্ণ একটি দল। আমাদের বড় সুবিধা হলো অভিজ্ঞতা। টি-টোয়েন্টি ফরম্যাটে অনেকে বলতে পারেন এটা তরুণদের খেলা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অভিজ্ঞ খেলোয়াড়দের খেলা। অভিজ্ঞ মানে এটা না যে বয়স অনেক হতে হবে। অনেক ম্যাচ খেলা এবং ভিন্ন ভিন্ন পরিবেশ সামলানোর অভিজ্ঞতা থাকা জরুরি।’
তিনি যোগ করেন, ‘আমাদের দলে অনেক পরিণত খেলোয়াড় আছেন যারা নিজেদের ভূমিকা জানেন। এতে অধিনায়ক হিসেবে আমার কাজও সহজ হয়ে যায়।’