রাজশাহীকে বিপিএলের শিরোপা জেতাতে চান লামিচানে
বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে বর্তমানে সিলেটে অবস্থান করছেন নেপালের তারকা লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে। বিশ্বজুড়ে নানা ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত অংশ নেওয়া এই স্পিনার এর আগেও সিলেট রয়্যালসের জার্সিতে খেলেছেন। নতুন আসরে রাজশাহীর হয়ে মাঠ মাতানোর লক্ষ্য নিয়েই এবার লামিচানে এসেছেন।
বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে বহুবার লড়েছেন লামিচানে। সিপিএল ও বিগ ব্যাশসহ বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে তার নিয়মিত যাতায়াত। বিপিএলের মঞ্চে নামতেই রাজশাহীকে ঘিরে দৃঢ় আত্মবিশ্বাস ঝরিয়েছেন এই নেপালি স্পিনার। পুরো আসর জুড়েই খেলতে চান তিনি, আর লক্ষ্যও একটাই, রাজশাহীকে জেতাতে চান বিপিএলের শিরোপা।
সিলেটে অনুশীলন শেষে তার ভাষ্য, ‘এখানের ক্রিকেটের অবকাঠামো বেশ ভালো। সমর্থকরা সবসময়ই দারুণ। প্রায় ৭ বছর পর আসলাম। ২০১৯ সালে সর্বশেষ এসেছিলাম। ভালো একটি টুর্নামেন্টের অপেক্ষায় আছি।’
রাজশাহী দল নিয়ে তার মন্তব্য, ‘হ্যাঁ আমাদের দলের অনেক সামর্থ্য রয়েছে। অনেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে থাকে। রাজশাহী ওয়ারিয়র্স দলটা দারুণ। আমরা একে অপরের সাথে আগেও খেলেছি। সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। দলের ভেতরের পরিবেশ অসাধারণ।’
বিপিএলে রাজশাহীর শিরোপা জেতার সামর্থ্য প্রসঙ্গে লামিচানে আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন, ‘অবশ্যই। আমাদের সব জায়গা কাভার করা আছে। টপ অর্ডার থেকে শুরু করে বটম, দারুণ প্রতিভা, পেস ইউনিট, স্পিনার সবকিছুই দারুণ। নাজমুল (হোসেন শান্ত) দলকে নেতৃত্ব দিবে। মুশফিকুর (রহিম) অনেক অভিজ্ঞ। বিদেশিরাও অনেক অভিজ্ঞ। দারুণ ভারসাম্যপূর্ণ দল। সবাই মুখিয়ে আছে নিজেদের সেরাটা দিতে শিরোপা জেতার জন্য।’