২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:২২

বিপিএলে বিসিবির লক্ষ্য দুটি, জানালেন সভাপতি বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল  © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর আগেই নিজেদের লক্ষ্য ও পরিকল্পনা স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি দাবি, এবারের বিপিএল ঘিরে মূলত দুটি লক্ষ্য আছে। একটি হলো টুর্নামেন্টটি সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে সম্পন্ন করা, অন্যটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পরোক্ষ প্রস্তুতি।

বুলবুল বলেন, "দুটো লক্ষ্য এবার বিপিএলের—একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা, সাথে সাথে আপনারা জানেন যে বিপিএলের পরেই আমাদের টি-টোয়েন্টি আইসিসি বিশ্বকাপ আছে সেটার জন্য আমরা সরাসরি প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারব।"

টুর্নামেন্ট পরিচালনায় বিসিবির ভূমিকা তুলে ধরে সভাপতি এ-ও দাবি করলেন, বোর্ডের প্রধান দায়িত্ব খেলাটিকে সুশৃঙ্খল ও সুন্দরভাবে মাঠে আয়োজন করা। এ ক্ষেত্রে নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের নির্দেশনা মেনেই আয়োজন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বুলবুলের ভাষ্য, "আমাদের কাজ হচ্ছে খেলা পরিচালনা করা। আমাদের কাজ হচ্ছে খেলাটা মাঠে খেলা সুন্দরভাবে যেন আমরা আয়োজন করতে পারি। আমাদের অনেক স্টেকহোল্ডার আছে, আমাদের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী যে ডিপার্টমেন্টগুলো আছে শ্রদ্ধার সাথে তাদের যে অবদান সেটা আমরা অনুসরণ করছি এবং তাদের নির্দেশ আমরা অনুসরণ করছি। পরিস্থিতি অনুযায়ী আমরা ওই নির্দেশ অনুযায়ী কাজ করব। তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি।"

বিপিএল শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর দায়িত্বের বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করেন তিনি। চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে বিমানবন্দরের সাম্প্রতিক অব্যবস্থাপনার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বুলবুলের ভাষ্যমতে, "এখনো তো বিপিএল শুরুই হয়নি। এখানে আমাদের কিছু ভূমিকা থাকে, ফ্র্যাঞ্চাইজির কিছু ভূমিকা থাকে। তো বিপিএল গভর্নিং কাউন্সিল যেটা আমাদের আছে, সেটা আমরা অনুসরণ করছি এবং দেখছি। তবে ফ্র্যাঞ্চাইজিদের যে ভূমিকা আছে, সেই ভূমিকাগুলো তাদের নজর করা উচিত এবং তাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে।