বিপিএলে অনন্য নজির, একই দলে খেলবেন বাবা-ছেলে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াতে আর মাত্র দু'দিন বাকি। তবে মাঠে বল গড়ানোর আগেই অনন্য এক চমক উপহার দিল নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।
প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে আসা দলটি হাসান ইসাখিলকে দলে ভিড়িয়েছে; আফগানিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার মোহাম্মদ নবির বড় ছেলে তিনি।
অবশ্য আগেই নবিকে স্কোয়াডে রেখেছিল নোয়াখালী। ফলে এবারের বিপিএলে একই দলে দেখা যাবে বাবা-ছেলের যুগলবন্দি, যা বিপিএলে নিঃসন্দেহে বিশেষ মুহূর্ত।
এদিকে রাতে বাবা ও ছেলের একসঙ্গে ছবি প্রকাশ করে নোয়াখালী এক্সপ্রেস। যদিও আন্তর্জাতিক মঞ্চে না হলেও, এর আগে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে খেলেছেন নবি ও ইসাখিল। এবার সেই গল্প ছড়িয়ে পড়ছে বাংলাদেশের সবচেয়ে বড় টি-টোয়েন্টি আসর বিপিএলেও।
ডানহাতি ব্যাটার ইসাখিল মূলত ওপেনার হিসেবে খেলেন। এখনও আফগানিস্তানের জাতীয় দলে অভিষেক না হলেও ১৯ বছর বয়সী এই তরুণ ইতিমধ্যেই দেশটির অনূর্ধ্ব–১৯ দলে প্রতিনিধিত্ব করেছেন।
এদিকে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে এবারের আসর। একইদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। পরদিন দুপুর ১টায় মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। একইদিনে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের।
ঘরোয়া এই টুর্নামেন্ট সিলেটে শুরু হয়ে চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে বিপিএল। সিলেট ও চট্টগ্রামে ১২টি করে এবং ঢাকায় এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি এবং ফাইনাল ২৩ জানুয়ারি। সব নকআউট ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সেদিকউল্লাহ আতাল, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, মোহাম্মদ নবী, ইবরার আহমেদ, বিলাল সামি, হাসান ইসাখিল।