ঝলক দেখালেন সাকিব আল হাসান
আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-২০) সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে দারুণ জয় পেয়েছে এমআই এমিরেটস। রবিবার (২১ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সকে ৪ উইকেটে হারিয়েছে তারা। বল হাতে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ১৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন সাকিব। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।
ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এমআই এমিরেটসের অধিনায়ক কাইরন পোলার্ড। সপ্তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসে আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম উইকেট তুলে নেন সাকিব। পাকিস্তানি এক ব্যাটারকে স্ট্যাম্পড করে সেই ওভারে তিনি দেন মাত্র ৫ রান। পরের ওভারে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনের ফিরতি ক্যাচ নিয়ে নিজের দ্বিতীয় উইকেট পূর্ণ করেন তিনি। পুরো স্পেলে ২৪ বলের মধ্যে ১২টিই ডট দিয়ে প্রতিপক্ষের রানের চাকা আটকে দেন এই টাইগার তারকা।
সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ডেজার্ট ভাইপার্স ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে রান তাড়া করতে নেমে এমআই এমিরেটস দ্রুত ৬ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও সাকিবের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। অপরাজিত ১৭ রান করে মাঠ ছাড়েন তিনি।