সবার আগে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান
আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঘোষিত ১৫ সদস্যের দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহান ইউসুফ। খবর জিও নিউজের।
জিম্বাবুয়ের আয়োজনে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের সঙ্গে অংশ নেবে আফগানিস্তান ও স্বাগতিক জিম্বাবুয়ে। আগামী ২৫ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই সিরিজ। মূলত, জানুয়ারিতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ খেলবে দলগুলো। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ—দুটিই হবে ৫০ ওভারের ফরম্যাটে।
২০২৬ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৫ জানুয়ারি এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি। বিশ্বকাপ শুরুর প্রায় এক মাস আগেই দল ঘোষণা করে সবার আগে প্রস্তুতি শুরু করল পাকিস্তান।
বর্তমানে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে খেলছে পাকিস্তানের যুব দল। শুক্রবার (১৯ ডিসেম্বর) সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। আগামী ২১ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল।
এশিয়া কাপের স্কোয়াড থেকে বিশ্বকাপ দলে একটি পরিবর্তন এনেছে পিসিবি। বাঁহাতি স্পিনার মোহাম্মদ হুজাইফার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ডানহাতি ফাস্ট বোলার উমর জাইবকে। বিশ্বকাপেও পাকিস্তানের নেতৃত্ব দেবেন ফারহান ইউসুফ।
বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান দলের ম্যানেজার ও মেন্টর হিসেবে থাকবেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। গ্রুপ পর্বে পাকিস্তান খেলবে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে।
অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড:
ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান (সহ-অধিনায়ক), আব্দুল সুবহান, আহমেদ হুসেইন, আলী হাসান বালোচ, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহুর (উইকেটরক্ষক), হুজাইফা আহসান, মমিন কামার, মোহাম্মদ সাইয়াম, মোহাম্মদ শায়ান (উইকেটরক্ষক), নিকাব শফিক, সামির মিনহাস ও উমর জাইব।
নন-ট্রাভেলিং রিজার্ভ:
আব্দুল কাদির, ফারহানউল্লাহ, হাসান খান, ইবতিসাম আজহার ও মোহাম্মদ হুজাইফা।