সোয়া ৯ কোটি রুপিতে নিলেও আসলে কত পাবেন মোস্তাফিজ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের নিলামে রীতিমত ঝড় তোলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তাকে দলে নিতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। দ্য ফিজকে ঘিরে নিলামে দিল্লি ও চেন্নাইয়ের সঙ্গে শুরুতে লড়াই শুরু হয়, পরে সেই দৌড়ে যোগ দেয় কলকাতাও। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় সবাইকে পেছনে ফেলে তাকে নিজেদের দলে ভেড়ায় কেকেআর।
এদিকে আইপিএলের সূচি এখনো প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গুঞ্জন আছে, আগামী বছরের ২৬ মার্চ আসর শুরু হয়ে ৩১ মে শিরোপা নির্ধারণী ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের।
অন্যদিকে আইপিএলের আসন্ন আসরে দ্য ফিজ সব ম্যাচে খেলতে পারবেন না, এমনটা বেশ আগেই জানা গিয়েছিল। কেননা, একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ আছে। ফলে আন্তর্জাতিক দায়িত্ব পালন শেষে তাকে আইপিএলে যোগ দিতে হতে পারে।
তবে বিসিবি সূত্র বলছে, ওয়ানডে কিংবা টি–টোয়েন্টি সিরিজের যেকোনো একটিতে মোস্তাফিজকে বিশ্রাম দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে। সে ক্ষেত্রে আইপিএলের ম্যাচসংখ্যা বাড়ার সুযোগ তৈরি হতে পারে তার। তবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরেই এ নিয়ে বিস্তারিত জানাবেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
এর আগে স্বাভাবিকভাবেই ক্রীড়াপ্রেমীদের প্রশ্ন, যদি কোনো কারণে আইপিএলের পুরো মৌসুমে কাটার-মাস্টার খেলতে না পারেন, তাহলে কি পুরো ৯ কোটি ২০ টাকা পাবেন মোস্তাফিজ? এককথায় উত্তর: না। পুরো টাকা পাবেন না টাইগার এই পেসার।
আইপিএলের নিয়মানুযায়ী, গ্রুপ পর্বের ১৪টি ম্যাচ খেললে পুরো টাকাটাই পাবেন তিনি। তবে কোনো কারণে সেটি না হলে আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার। পুরো মৌসুমে যতগুলো ম্যাচ নির্ধারিত থাকে, তার ভিত্তিতে মোট চুক্তির অর্থ ভাগ করে অবশিষ্ট ম্যাচগুলোর অনুপাতে পারিশ্রমিক পরিশোধ করা হয়। এ ক্ষেত্রে মাঠে নামা বাধ্যতামূলক নয়; দলের সঙ্গে স্কোয়াডে থাকলেই ওই পারিশ্রমিক পাওয়ার নিয়ম রয়েছে। তবে সেখান থেকে আয়কর কেটে নেওয়া হয়।
অন্যদিকে চোটের কারণে যদি পুরো টুর্নামেন্টেই খেলতে না পারেন, সে ক্ষেত্রে কোনো পারিশ্রমিকই পাবেন না তিনি। আর যদি কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পান, তাহলে তাকে কেনা দামের একটি অংশ দেওয়া হয়। সাধারণত এক্ষেত্রে মোট চুক্তি মূল্যের ১০ শতাংশের সঙ্গে ম্যাচভিত্তিক পারিশ্রমিক যোগ করে টাকা পরিশোধ করা হয়।
তবে সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের একই পদ্ধতিতে বেতন পরিশোধ করে না। কোনো দল টুর্নামেন্ট শুরুর আগে ৫০ শতাংশ এবং বাকি ৫০ শতাংশ টুর্নামেন্ট চলাকালীন দেয়। আবার কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি শুরুতে ১৫ শতাংশ, টুর্নামেন্টের সময় ৬৫ শতাংশ এবং শেষে বাকি ২০ শতাংশ অর্থ পরিশোধ করে।
এক্ষেত্রে মোস্তাফিজ কেকেআরে যোগ দেওয়ার পর দলটি ১০ ম্যাচ খেললে, ৯ কোটি ২০ লাখ রুপিতে ১০ ম্যাচে যতটুকু, তা পাবেন তিনি। তাকে ম্যাচ খেলানো হোক বা না হোক। ম্যাচ খেলালে আলাদাভাবে ম্যাচ ফি আছে, সেটিও পাবেন দ্য ফিজ।