১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৯

আলোচনায় থাকলেও দল পাননি রিশাদসহ যেসব তারকা ক্রিকেটার

রিশাদ হোসেন ও আইপিএল ট্রফি  © সংগৃহীত

নানা নাটকীয়তা ও রেকর্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। নিলামে যেমন ছিল তীব্র প্রতিযোগিতা, তেমনি হয়েছে একাধিক নতুন ইতিহাস।

নিলামের আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ক্যামেরন গ্রিন। প্রত্যাশা অনুযায়ীই বিদেশিদের আগের সব রেকর্ড ভেঙে ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে বিদেশিদের মধ্যে এর আগে সর্বোচ্চ দাম ছিল মিচেল স্টার্কের, ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে সেবারও তাকে দলে টেনেছিল কেকেআর।

তবে আলোচনায় থাকা সত্ত্বেও একাধিক তারকা ক্রিকেটার নিলাম থেকে দল পাননি। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে ও অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের অবিক্রিত থাকা নিলামের বড় বিস্ময়।

এই তালিকায় ইংল্যান্ডের উইকেটরক্ষক–ব্যাটার জনি বেয়ারস্টোও আছেন। ওপেনিং থেকে মিডল অর্ডার; সব জায়গায় কার্যকর এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। একই পরিণতি বাংলাদেশের পেসার তাসকিন আহমেদেরও।

এ ছাড়া রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলামদের নাম নিলাম তালিকাতেই তোলা হয়নি। বিদেশিদের মধ্যে মাইকেল ব্রেসওয়েল ও শন অ্যাবটের মতো পরিচিত নামও দল পাননি।

আলোচনায় থেকেও দল মেলেনি যাদের:

ডেভন কনওয়ে, জনি বেয়ারস্টো, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মাইকেল ব্রেসওয়েল, শন অ্যাবট, জ্যাক ফ্রেজ়ার-ম্যাকগার্ক।