১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:১৪

৩০ লাখের ‘অখ্যাত’ ছক্কা-মেশিনকে সোয়া ১৪ কোটিতে নিল চেন্নাই 

কার্তিক শর্মা  © সংগৃহীত

৩০ লাখ রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে উঠেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন রাজস্থানের ছক্কা–মেশিন খ্যাত কার্তিক শর্মা। শুরুতেই দর হাঁকে মুম্বাই ইন্ডিয়ান্স। সঙ্গে সঙ্গেই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে লখনৌ, তৈরি হয় আরেক অনভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারকে ঘিরে দরযুদ্ধ।

বর্তমানে চোটে থাকলেও মিডল-অর্ডারে বিধ্বংসী ব্যাটিংয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন কার্তিক। স্পিনের বিপক্ষে তার সামর্থ্যও বেশ। চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সাই কিশোর ও শ্রেয়াস গোপালের মতো স্পিনারদের অনায়াসে সামলেছেন তিনি। রঞ্জি ট্রফিতে যৌথভাবে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারদের একজন কার্তিক। 

আর গত মৌসুমে নিজেদের স্কোয়াডের সঙ্গে অনুশীলন করা কার্তিকের সামর্থ্য ভালোভাবেই জানা ছিল চেন্নাইয়ের। দর বাড়তে বাড়তে ৬ কোটি রুপি ছাড়িয়ে যায়, তখনও এগিয়ে কেকেআর। তবে পিছু হটেনি চেন্নাইও।

অনভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারের জন্য চেন্নাইয়ের এমন আক্রমণাত্মক দর হাঁকানো অনেকের কাছেই ছিল চমকপ্রদ। দর বাড়তে বাড়তে ১০ কোটি ছাড়ালে নিলাম কক্ষে উত্তেজনা আরও চরমে ওঠে। 

অবশ্য, পরিসংখ্যানও বলছে, তার সামর্থ্যের কথা। মাত্র ১২ টি-টোয়েন্টিতে ৩৩৪ রান করেছেন, স্ট্রাইক রেট ১৬৪, হাঁকিয়েছেন ২৮ ছক্কা। তার পাওয়ার হিটিংয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে ক্রিকেট দুনিয়ায়, প্রশংসা করেছেন কেভিন পিটারসেন ও আর অশ্বিনের মতো তারকারাও।

শেষদিকে সিএসকে ১২ কোটি ২০ লাখে এগিয়ে গেলে কিছুটা থেমে যায় কেকেআর। তবে ফের লড়াইয়ে ফেরে তারা। এরপর সিএসকে দর বাড়িয়ে নেয় ১৩ কোটিতে। হঠাৎ করে হায়দরাবাদ দর হাঁকালে গ্যালারিতে উচ্ছ্বাস দেখা যায়, তবে তারা দ্রুতই সরে দাঁড়ায়। সব নাটকের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ১৪ কোটি ২০ লাখ রুপিতে কার্তিক শর্মাকে দলে ভেড়ায় চেন্নাই।