১৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৮

আইপিএলে ৩০ লাখের বেস প্রাইস থেকে ৮ কোটি ৪০ লাখ, কে এই আকিব নবী

আকিব নবী দার  © সংগৃহীত

আইপিএল নিলামের আগে ঘরোয়া ক্রিকেটে যে খেলোয়াড়কে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল, তিনি ছিলেন আকিব নবী দার। জম্মু ও কাশ্মীরের এই তরুণ পেসার রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছেন। বিশেষ করে রঞ্জি ট্রফিতে তার সুইং বোলিং বিপক্ষ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার এবার পেলেন আকিব। আইপিএল নিলামে প্রথমবার নাম উঠেই দল পেলেন তিনি। ৩০ লাখ টাকার বেস প্রাইস থেকে নিলামে তার দাম গিয়ে দাঁড়ায় ৮ কোটি ৪০ লাখ টাকায়।

বর্তমানে দেশের মাটিতে আকিব নবী দার স্বপ্নের ফর্মে রয়েছেন। যে কোনো দলের বোলিং আক্রমণে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা তার আছে। তিনি যেমন গতিতে বল করতে পারেন, তেমনি দুই দিকেই বল সুইং করাতে সক্ষম। বোলিংয়ে বৈচিত্র থাকায় যে কোনো দলের কাছেই তিনি একজন গুরুত্বপূর্ণ সম্পদ। পাওয়ার প্লে ও ডেথ ওভার, দুই পর্যায়েই কার্যকর বোলিং করতে পারেন তিনি।

এই মুহূর্তে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন আকিব নবী। প্রায় প্রতিটি ম্যাচেই তিনি উইকেট পাচ্ছেন। বিহারের বিপক্ষে এক ম্যাচে তিনি চারটি উইকেট নেন। এর আগে রঞ্জি ট্রফিতে হায়দরাবাদ, দিল্লি ও রাজস্থানের বিপক্ষেও উইকেট শিকার করেছিলেন। এই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এবারের আইপিএল মিনি নিলামে এগিয়ে রেখেছিল, যার প্রতিফলন দেখা গেল নিলামের মঞ্চে।

মিনি নিলামে আকিব নবী দারের ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ টাকা। তাকে দলে নিতে প্রথমে বিড করে রাজস্থান রয়্যালস। এরপর বিডিংয়ে যোগ দেয় দিল্লি ক্যাপিটালস। রাজস্থান ও দিল্লির মধ্যে দর কষাকষি চলতে থাকে। রাজস্থান সরে দাঁড়ানোর পর বিডে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। পরে তারাও সরে গেলে সানরাইজার্স হায়দরাবাদ যোগ দেয় প্রতিযোগিতায়। শেষ পর্যন্ত দীর্ঘ বিডিং যুদ্ধের পর দিল্লি ক্যাপিটালস ৮ কোটি ৪০ লাখ টাকায় আকিব নবী দারকে দলে ভেড়ায়।