১৮ কোটিতে কলকাতায় পাথিরানা
আইপিএলের মিনি নিলামে অভিষিক্ত পেসারদের প্রথম সেটে সর্বোচ্চ দামে দল পেলেন মাথিশা পাথিরানা। তাকে দলে নেওয়ার জন্য নিলামের টেবিলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় লখনৌ, দিল্লি ও কলকাতার মধ্যে। শেষ পর্যন্ত ১৮ কোটিতে এই শ্রীলঙ্কান পেসারকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।
নিলামের শুরুতেই জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের নাম উঠেছিল, কিন্তু তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজিই। তবে নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পান ডেভিড মিলার, তাকে ২ কোটিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
অন্যদিকে অভিষিক্ত অলরাউন্ডার গাস আটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও উইয়ান মোল্ডার অবিক্রিতই থাকেন। তবে ২ কোটিতে ভানিন্দু হাসারাঙ্গাকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস।
এদিকে নিলামের আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ক্যামেরুন গ্রিন। নিলামের টেবিলে তার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখায় একাধিক ফ্র্যাঞ্চাইজি। প্রথমে তাকে দলে নিতে আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস, পরে সেখানে যোগ দেয় চেন্নাইও। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে ভেড়ায় কলকাতা।
এছাড়া ৭ কোটিতে বেঙ্গালুরু দলে ডাক পান ভেঙ্কেটেশ আইয়ার।অন্যদিকে অভিষিক্ত উইকেটকিপারদের সেটে মুম্বাই ইন্ডিয়ান্স ১ কোটিতে কুইন্টন ডি কককে, দিল্লি ক্যাপিটালস ২ কোটিতে বেন ডাকেটকে এবং কলকাতা নাইট রাইডার্স একই মূল্যে ফিন অ্যালেনকে দলে ভেড়ায়। তবে রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্ট্রো ও জেমি স্মিথ এবার দল পাননি।