১০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫

ঢাকার ডেরায় আরেক আফগান পেসার

ঢাকা ক্যাপিটালস লোগো   © সংগৃহীত

আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। বহুল প্রত্যাশিত এই টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে নিলাম থেকে নিজেদের পছন্দসই ক্রিকেটারদের দলে ভেড়ায় দলগুলো। এবার নিলামের পরও একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে তারা। সেই ধারাবাহিকতায় নতুন তারকাকে দলভুক্ত করেছে ঢাকা ক্যাপিটালস।

দলটির হয়ে খেলতে আসছেন আফগানিস্তানের পেসার জিয়াউর রহমান শরিফি। তাকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ক্যাপিটালস কর্তৃপক্ষ।

কয়েকদিন আগেই আফগানদের হয়ে টেস্ট অভিষেক হয় শরিফির। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছিলেন। ৭ উইকেট শিকার করেছিলেন ডানহাতি এই পেসার। এ ছাড়াও আফগানিস্তানের হয়ে একমাত্র টি-টোয়েন্টিতে ৪২ রান খরচায় ২ উইকেট শিকার করেন ২৭ বছর বয়সী এই পেসার। সবমিলিয়ে ৩১টি টি-টোয়েন্টি খেলা এই পেসারের শিকার ৩৭ উইকেট।

এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে সাইফ হাসান, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, নাসির হোসেনরা খেলবেন। এ ছাড়া বিদেশিদের মধ্যে অ্যালেক্স হেলস, ইমাদ ওয়াসিম, উসমান খান, দাসুন শানাকাদের মতো তারকারা আছেন।

এদিকে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে এবারের আসর। একইদিন সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস।

পরদিন দুপুর ১টায় মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। একইদিনে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের।

ঘরোয়া এই টুর্নামেন্ট সিলেটে শুরু হয়ে চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে বিপিএল। সিলেট ও চট্টগ্রামে ১২টি করে এবং ঢাকায় এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি এবং ফাইনাল ২৩ জানুয়ারি। সব নকআউট ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এ ছাড়া ২৪ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান।

ঢাকা ক্যাপিটালস স্কোয়াড: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরী, ইমাদ ওয়াসিম, ওডেন স্মিথ, জিয়া শরিফি।

প্রধান কোচ: টবি র‍্যাডফোর্ড