০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৬

আইপিএলের নিলামে বাংলাদেশের কেউ দল পাবেন?

আইপিএল নিলাম   © সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) আবুধাবিতে বাংলাদেশ সময় দুপুর ৩টায় বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। বহুল প্রতীক্ষিত এই নিলামে শুরুতে মোট এক হাজার ৩৯০ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করলেও যাচাই–বাছাই শেষে চূড়ান্ত তালিকায় মাত্র ৩৫০ জনের জায়গা হয়েছে। এর মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার। 

এদিকে বিদেশিদের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় ৭ বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন। তবে এই ৭ জনের নামই যে নিলামে উঠবে, তার কোনো নিশ্চয়তা নেই। যদিও দল পাওয়ার সম্ভাবনায় অনেকটাই এগিয়ে আছেন গেল আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান। এছাড়া আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে সফল সাকিব আল হাসান প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।

অন্যদিকে অন্য যে ৬ জন আছেন, তাদের মধ্যে রিশাদ হোসেনকে ঘিরে স্বপ্ন বুনছেন লাল-সবুজের ক্রীড়াপ্রেমীরা। যদিও, মূল আগ্রহটা ফ্যাঞ্চাইজিগুলোর কাছেই সীমাবদ্ধ। তবে কার ভাগ্য কখন কোনো দিকে মোড় নেয়, সেটাও বলা মুশকিল। বাকি যারা রয়েছেন, তাদের ঘিরে সম্ভাবনা নেহাত কম হলেও একেবারেই যে নেই; এমনটা বলার সুযোগ নেই। দেখে নেওয়া যাক, লাল-সবুজের প্রতিনিধিদের কার সম্ভাবনা আসলে কতটুকু।

মোস্তাফিজুর রহমান

সবশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষদিকে তিনটি ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। মূলত জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে তাকে দল টেনেছিল দলটি। সেবার তিন ম্যাচে ৭ দশমিক ৯১ ইকোনোমিতে ৪ উইকেট শিকার করেন দ্য ফিজ। তবে দিল্লি প্লে-অফে উঠতে না পারায় ফিরতে হয় তাকে। আইপিএল ক্যারিয়ারে ২৮ দশমিক ৪৪ গড় ও ৮ দশমিক ১৩ ইকোনমিতে ৬০ ম্যাচে ৬৫ উইকেট তার ঝুলিতে।

যদিও চেন্নাই সুপার কিংস তাকে ছেড়ে দেওয়ার পর নিলামে অবিক্রীত ছিলেন তিনি। এবারও ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিলামে উঠবেন মোস্তাফিজ। দল পাওয়ার বিবেচনায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবেন তিনিই। সাম্প্রতিক বছরগুলো বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আইপিএলে নিয়মিত মুখ কাটারমাস্টার।

নিলামে দ্য ফিজের দিকে তার দুই সাবেক ফ্র্যাঞ্চাইজি চেন্নাই ও সানরাইজার্স হায়দরাবাদ দৃষ্টি দিতে পারে। চেন্নাই ৪৩ কোটি ৪০ লাখ রুপি ও হায়দরাবাদ ২৫ কোটি ৫০ লাখ রুপি হাতে নিয়ে নিলামের টেবিলে বসবে। অন্যদিকে ফ্যানবেজ ও পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশি এই পেসারের দিকে নজর দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তাদের ঝুলিতে ৬৪ কোটি ৩০ লাখ রুপি রয়েছে।

রিশাদ হোসেন

চলতি বছরে বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচে ৩৩ উইকেট শিকার করেছেন রিশাদ। এ ছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট শিকার করে সবার নজর কেড়েছিলেন রিশাদ। অন্যদিকে বিপিএলের সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে ১০ ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন। লেগ স্পিনের পাশাপাশি ঝোড়ো ব্যাট করার সামর্থ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে যাওয়া রিশাদ আইপিএলের নিলামে স্পিন বোলারদের দ্বিতীয় সেটে আছেন। সবমিলিয়ে এবারের আইপিএলে রিশাদের দল পাওয়ার সম্ভাবনা অনেকটাই দেখছেন ক্রীড়াপ্রেমীরা।

আরও চার পেসার

মোস্তাফিজ-রিশাদ ছাড়াও তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান নিলামের চূড়ান্ত তালিকায় আছেন। যেখানে তাসকিন ফাস্ট বোলারদের তৃতীয় সেটে, তানজিম ও নাহিদ চতুর্থ সেটে এবং পঞ্চম সেটে শরিফুল রয়েছেন। আর আনক্যাপড স্পিনারদের চতুর্থ সেটে জায়গা পেয়েছেন রকিবুল। 

এর মধ্যে আইপিএলে বদলি হিসেবে এর আগেও ডাক পেয়েছিলেন তাসকিন। তবে বিসিবির এনওসি না মেলায় জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাতানো হয়ে উঠেনি তারকা এই পেসারের। এ ছাড়াও গতিময় তরুণ পেসার নাহিদ রানাও সাম্প্রতিক সময়ে নজর কেড়েছেন ভারতীয়দের। রাকিবুল (৩০ লাখ রুপি) ছাড়া বাকি সবারই ভিত্তিমূল্য কম, মাত্র ৭৫ লাখ রুপিতে নিলামে উঠতে পারেন তারা। তবে সবমিলিয়ে বাকিদের শুধু দল পাওয়াই নয়, বরং নিলামে নাম ওঠার সম্ভাবনাও ক্ষীণ।