বিপিএলের টেকনিক্যাল কমিটিতেও বড় চমক
আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। প্রতিবার ঢাকা পর্ব দিয়ে শুরু হলেও ২০১৭ সালের পর ফের সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া এই টুর্নামেন্ট। যেখানে পুরনো-নতুন মিলিয়ে এবার ৬টি ফ্র্যাঞ্চাইজি বহুল প্রত্যাশিত এই টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে।
এদিকে সম্পূর্ণ নতুন মালিকানায় এবারের আসরে অংশ নিতে যাওয়া চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার ও মেন্টর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন হাবিবুল বাশার সুমন। তবে বিপিএলের আসন্ন আসরের টেকনিক্যাল কমিটিতে যুক্ত হতে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। তার সঙ্গে টেকনিক্যাল কমিটিতে আরও আছেন এস এম রকিবুল হাসান ও অভি আনোয়ার। এবার তাদের সঙ্গে সাবেক আন্তর্জাতিক এলিট আম্পায়ার সাইমন টাফেলও যোগ দিচ্ছেন। ফলে, এই কমিটিকে বেশ শক্তিশালীই বলা যায়।
অন্যদিকে বিপিএল শুরুর আগেই জমজমাট লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে হোম অব ক্রিকেট। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মাঠে নামছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। অবশ্য আগে প্রবীণ ও সাবেক ক্রিকেটাররা এ উপলক্ষ্যে ম্যাচ খেললেও এবার ‘অদম্য’ ও ‘অপরাজেয়’ নামে দুটি দলে খেলবে জাতীয় দলের ক্রিকেটাররা।
মূলত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে এই প্রীতি ম্যাচে মাঠে নামছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমনদের মতো তারকা ক্রিকেটাররা। যেখানে অদম্য দলের অধিনায়ক মিরাজ, আর অপরাজেয় দলকে শান্ত নেতৃত্ব দেবেন।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বিপিএল। আর ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের। সিলেটে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচটি দুপুর ১টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। তবে প্রতি শুক্রবারের ম্যাচগুলো দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।
যেখানে ২ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের সিলেট পর্ব। এরপর ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বিপিএলের ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৫ জানুয়ারি বিপিএলের ঢাকা পর্ব শুরু হবে। ঢাকা পর্ব দিয়েই শেষ হবে বিপিএল। এবার প্লে-অফ এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।