বিপিএলের সূচি ঘোষণা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া এই টুর্নামেন্টটি ২৬ ডিসেম্বর থেকে শুরু আগামী বছরের ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে।
আগেই গুঞ্জন ছিল, ২০১৭ সালের পর ফের সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বিপিএল। অবশেষে এলো সেই ঘোষণাও। সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এরপর চট্টগ্রাম হয়ে ঢাকায় ফিরবে ঘরোয়া এই টুর্নামেন্ট। হোম অব ক্রিকেটেই গড়াবে শিরোপা নির্ধারণী ফাইনাল।
ঘোষিত সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর (শুক্রবার) উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে। দুপুর ২টায় গড়াবে ম্যাচটি। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়েলস মাঠে নামবে। সন্ধ্যা ৭টায় গড়াবে ম্যাচটি। পরদিন ২৭ ডিসেম্বর (শনিবার) দুপুর ১টায় ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স এবং সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে।
সিলেটে ৬ দিনে মোট ১২টি ম্যাচ গড়াবে। এরপর চট্টগ্রামে চলে যাবে ঘরোয়া এই টুর্নামেন্টটি। যেখানে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএল। বন্দর নগরীতেও ৬ দিনে ১২টি ম্যাচ গড়াবে।
এরপর ১৫ জানুয়ারি থেকে রাজধানীতে ফিরবে দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট। টানা তিনদিন চলবে গ্রুপ পর্বের এই লড়াই।
মাঝে একদিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি মাঠে গড়াবে প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ফের একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় গড়াবে ঘরোয়া এই টুর্নামেন্টের জমজমাট ফাইনাল।