০২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩

বিশ্বকাপের আগে শেষ ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি  © সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের বিপক্ষে ৩৯ রানে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। এতে সিরিজের তৃতীয় ও শেষটি ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

আইরিশদের বিপক্ষে এই ম্যাচটি জয় দিয়েই রাঙাতে চান শন টেইট। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই স্বাগতিকদের শেষ টি-টোয়েন্টি সিরিজ। যে কারণে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বমঞ্চে যেতে চান টাইগার পেস বোলিং কোচ।

অবশ্য এর আগে আলোচনায় কেমন হবে বাংলাদেশের একাদশ। সিরিজ বাঁচানোর ম্যাচে সেরা একাদশ নিয়েই খেলবে স্বাগতিকরা। ফলে, নুরুল হাসান সোহানের বদলে শামীম হোসেন পাটোয়ারীকে একাদশে দেখা যেতে পারে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান। 

আয়ারল্যান্ড সম্ভাব্য একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, গ্যারেথ ডিলানি, লরকান টাকার (উইকেটরক্ষক), বনেন কালিজ, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি।