ঢাকা পর্ব দিয়েই শুরু হচ্ছে বিপিএল
গুঞ্জন ছিল সিলেট পর্ব দিয়েই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। অনেকেই আশা করেছিলেন, ২০১৭ সালের পর আবারও সিলেটেই পর্দা উঠবে টুর্নামেন্টের। তবে শেষ পর্যন্ত তেমনটা হচ্ছে না।
এর কারণ হচ্ছে টুর্নামেন্টের কয়েকদিন পরই নতুন বছর শুরু হওয়ায় সিলেট হয়ে ওঠে উৎসবমুখর নগরী। এ সময়ে দেশজুড়ে মানুষ ঘুরতে ছুটে যান সেখানে। ফলে সিলেটে সেই সময় পর্যাপ্ত হোটেল খালি পাওয়া যাচ্ছে না। এ কারণেই আয়োজকদের ঢাকায় শুরু করার সিদ্ধান্ত নিতে হয়েছে। বিপিএলের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ফলে এবারও ঢাকাতেই শুরু হবে বিপিএল। চার দিন রাজধানীতে ম্যাচ আয়োজনের পর টুর্নামেন্ট যাবে সিলেট ও চট্টগ্রাম পর্বে, এরপর আবার ঢাকায় ফিরবে। যদিও আয়োজকরা এখনো আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেননি।
এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৬টি দল। আর আগেই জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠছে এবারের বিপিএলের। এর আগে ৩০ নভেম্বর অনুষ্ঠিত নিলামে নিজেদের স্কোয়াড চূড়ান্ত করেছে দলগুলো।