বিপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। এর আগে রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় নিলাম, যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়ায়।
এবারের নিলামে নিবন্ধন করেছিলেন ১৪৭ জন স্থানীয় ক্রিকেটার, যাদের মধ্যে ৭৩ জনই দল পেয়েছেন। এ ছাড়া ২৬০ জন বিদেশি ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছিল, যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বাধ্যতামূলকভাবে দুজন করে বিদেশি ক্রিকেটার কিনেছে। সবমিলিয়ে নিলাম থেকে ১২ জন বিদেশি দল পেয়েছেন।
বিপিএলের নিলামে সব থেকে দামি ক্রিকেটার নাঈম শেখ। চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্সের মধ্যে লড়াই চলার পর চট্টগ্রাম রয়্যালস ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভেড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ দামে তাওহীদ হৃদয়কে কেনা হয়; যার ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ, তাকে ৯২ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স। তৃতীয় সর্বোচ্চ দামে দল পেয়েছেন 'এ' ক্যাটাগরির উইকেট-কিপার ব্যাটার লিটন দাস, তাকে ৭০ লাখ টাকায় দলে ভেড়ায় রংপুর।
এই তিনজনের বাইরে সেরা ১০ দামে দলে যেসব ক্রিকেটার ভেড়ায়, তারা হলেন- মোহাম্মদ সাইফউদ্দিন (৬৮ লাখ), তানজিম হাসান সাকিব (৬৮ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), শামীম পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ) ও সৈয়দ খালেদ আহমেদ (৪৭ লাখ টাকা)।
একনজরে বিপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার
১। নাঈম শেখ – ১ কোটি ১০ লাখ টাকা (চট্টগ্রাম রয়্যালস)
২। তাওহীদ হৃদয় – ৯২ লাখ টাকা (রংপুর রাইডার্স)
৩। লিটন দাস – ৭০ লাখ টাকা (রংপুর রাইডার্স)
৪। মোহাম্মদ সাইফউদ্দিন – ৬৮ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)
৫। তানজিম হাসান সাকিব – ৬৮ লাখ টাকা (রাজশাহী ওয়ারিয়র্স)
৬। নাহিদ রানা – ৫৬ লাখ টাকা (রংপুর রাইডার্স)
৭। শামীম পাটোয়ারী – ৫৬ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)
৮। মোহাম্মদ মিঠুন – ৫২ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)
৯। হাবিবুর রহমান সোহান – ৫০ লাখ টাকা (নোয়াখালী এক্সপ্রেস)
১০। সৈয়দ খালেদ আহমেদ – ৪৭ লাখ টাকা (সিলেট টাইটানস)