বিপিএলে ফিক্সিং প্রতিরোধে নতুন উদ্যোগ বিসিবির
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন ৯ ক্রিকেটারকে নিলাম থেকে বাদ রাখা হয়েছিল। এই তালিকায় জাতীয় দলের পরিচিত মুখ এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেনও আছেন। তবে অদূর ভবিষ্যতে যেন কোনো ক্রিকেটার দুর্নীতিতে জড়াতে না পারেন, সেই লক্ষ্যেই নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী মৌসুমে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সদস্য নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। এ নিয়ে সিআইডির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে বলে জানান বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন। রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে নিলাম শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি।
এ প্রসঙ্গে সাখাওয়াত বলেন, ‘খেলার ইন্টিগ্রিটির জন্য আমরা নতুন একটা উদ্যোগ দিয়েছি। আমাদের ইন্টিগ্রিটি দল তো থাকবেই, আমরা বাংলাদেশ পুলিশের সিআইডি যে বিভাগ আছে, সেই সিআইডির সঙ্গে একটা এমওইউ করছি। সিআইডির দুজন অফিসার, একজন পোশাকধারী, অন্যজন সাদাপোশাকে প্রতিটি দলের সঙ্গে থাকবে।’
সিআইডির সক্ষমতা সম্পর্কে বিসিবির এই পরিচালকের মন্তব্য, ‘সিআইডি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে (ভালো) ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তাদের কাছে আধুনিক সব প্রযুক্তি আছে। এমনকি হোয়াটস্যাপের কথাও তারা দেখতে পারে। তাদের সব ধরনের যন্ত্রপাতি মজুত আছে। ফলে আমরা সরকারের সঙ্গে (কাজ করতে) যাচ্ছি। আর এখানে আমাদের স্বচ্ছতা ও খেলার স্বচ্ছতা (দেখানোর বিষয়ও আছে)। পাশাপাশি আপনাদের এটাও বোঝানো যে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’