০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫

বিপিএলের নিলামে কোন দল কেমন খরচ করল

বিপিএল নিলাম  © সংগৃহীত

এক যুগ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে বিপিলে অংশ নেওয়া ছয়টি দল অংশ নেয়। দলগুলো রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স।

এবারের বিপিএল নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য স্থানীয় ক্রিকেটার কিনতে ৪ কোটি ৫০ লাখ টাকার বাজেট নির্ধারিত ছিল। তবে নিলাম শেষে দেখা গেছে, কোনো দলই তাদের পূর্ণ বাজেট ব্যবহার করেনি। দেশি ক্রিকেটার দলে ভেড়াতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে রংপুর রাইডার্স, আর সবচেয়ে কম খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস।

নিলাম থেকে ১২ জন স্থানীয় ক্রিকেটার কিনতে রংপুর রাইডার্স খরচ করেছে সর্বোচ্চ ৪ কোটি ১৬ লাখ টাকা। খরচের তালিকায় দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম রয়্যালস। তাদের ব্যয় ৩ কোটি ৮৭ লাখ টাকা। তবে চট্টগ্রামের এই খরচের বড় একটা অংশই গেছে ওপেনার মোহাম্মদ নাঈম শেখের পেছনে। তাকে কিনতেই ১ কোটি ১০ লাখ টাকা গুনতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে।

সবচেয়ে বেশি সংখ্যক (১৩ জন) ক্রিকেটার কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স, তাদের মোট খরচ হয়েছে ৩ কোটি ৮১ লাখ টাকা। এছাড়া ঢাকা ক্যাপিটালস খরচ করেছে ৩ কোটি ৩৮ লাখ টাকা এবং সিলেট টাইটান্সের ব্যয় ২ কোটি ৭৪ লাখ টাকা। অন্যদিকে, স্থানীয় ১২ ক্রিকেটার কিনতে নোয়াখালী এক্সপ্রেস খরচ করেছে সবচেয়ে কম, মাত্র ২ কোটি ৬৩ লাখ টাকা।

নিলাম থেকে বিদেশি ক্রিকেটার কেনার জন্য দলগুলোর বাজেট ছিল ৩ লাখ ৫০ হাজার ডলার। তবে অধিকাংশ দলই এই কোটায় বড় অর্থ খরচ করতে অনাগ্রহ দেখিয়েছে। নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স নিলাম থেকে বিদেশি কিনতে ৫০ হাজার ডলারও খরচ করেনি। বিদেশি ক্যাটাগরিতে সর্বোচ্চ খরচ করেছে ঢাকা ক্যাপিটালস। নিলাম থেকে ৩ জন বিদেশি ক্রিকেটার কিনতে তাদের খরচ হয়েছে ৭৫ হাজার ডলার। নিলাম থেকে ৩ জন বিদেশি কেনা একমাত্র দলও তারাই।