বিপিএল নিলামে দল না পেয়ে মুশফিকের স্ট্যাটাস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের নিলামে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল মুশফিকুর রহিমকে। তার ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। তবে নিলাম টেবিলে উঠলেও অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে টানতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে দীর্ঘদিন ধরে বিপিএলে নিয়মিত খেললেও এবার নিলাম থেকে দল পাননি তিনি।
এদিকে দল না পাওয়ার খবর প্রকাশ্যে আসার পরপরই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন মুশফিক। সেখানে তিনি লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
অন্যদিকে তার এই সংক্ষিপ্ত মন্তব্য ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই ধারণা করছেন, বিপিএলে দল না পাওয়ার হতাশার প্রতিফলনই হয়তো ফুটে উঠেছে তার এই পোস্টে। আবার কেউ কেউ বলছেন, পরিস্থিতি যাই হোক, স্বাভাবিকভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক।
মুশির মতোই বিপিএলে ‘বি’ ক্যাটাগরির নিলামে শুরুতেই ওঠেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের নাম, কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই তার প্রতিও আগ্রহ দেখায়নি।
এছাড়া মুমিনুল হক, সাদমান ইসলাম, নাহিদুল ইসলাম, অমিত হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ ইমন, ফজলে মাহমুদ রাব্বিরাও দল না পাওয়ার তালিকায় রয়েছেন।
এর আগে ‘এ’ ক্যাটাগরিতে রংপুর রাইডার্স ৭০ লাখ টাকায় দলে নেয় লিটন দাসকে।
এরও আগে, বিপিএলের নিলামের শুরুতেই ওঠে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার নাঈম শেখের নাম, যার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। তার প্রতি প্রথম আগ্রহ দেখায় সিলেট টাইটান্স। এরপর নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসও দৌড়ে যোগ দেয় নাঈমকে দলে পেতে।
তীব্র লড়াইয়ের পর শেষ পর্যন্ত নাঈমকে দলে টানে চট্টগ্রাম রয়্যালস। তারা তাকে দলে ভিড়িয়েছে ১ কোটি ১০ লাখ টাকায়। এখন পর্যন্ত তিনিই সবচেয়ে দামি ক্রিকেটার।