শেষ ম্যাচে দলে ডাক পেলেন শামীম
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের ঘোষিত দলে শামিম হোসেন পাটোয়ারিকে না রাখায় তীব্র প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। নির্বাচকদের সমালোচনা করেন তিনি। অবশেষে তৃতীয় ম্যাচে দলে ডাক পেয়েছেন এই মিডল অডার ব্যাটসম্যান।
৩০ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শামীমকে দলে অন্তর্ভুক্ত করা হলেও আগের স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।
তিন ম্যাচ সিরিজে এ মুহূর্তে ১-১ সমতা বিরাজ করছে। সিরিজের প্রথম ম্যাচে আইরিশরা জয় পেলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। সিরিজের শেষ ম্যাচেই তাই নিশ্চিত হবে কারা পাবে ট্রফি।
বাংলাদেশ দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন পাটোয়ারি।