বিপিএলে নিলাম আজ, দেখবেন যেভাবে
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১২তম আসর দিয়ে দীর্ঘ এক যুগ পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম। সবশেষ কয়েক আসরে ড্রাফট পদ্ধতিতে ক্রিকেটার দলে নেওয়া হলেও ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে আবারও বিপিএলে ফেরানো হয়েছে নিলাম পদ্ধতি।
আজ রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু পাঁচ তারকা হোটেলে বিকেল ৪টার দিকে এ নিলাম অনুষ্ঠিত হবে। নিলাম পরিচালনার দায়িত্বে থাকবেন ওরমান রাফে নিজাম।
নিলামটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেলেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে। পুরো নিলাম চলাকালীন বিসিবি মিডিয়ার জন্য ছবি ও ভিডিও হাইলাইট সরবরাহ করবে।
জানা গেছে, নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৯ জনের জায়গা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’-তে রয়েছেন দুজন, লিটন দাস ও নাঈম শেখ। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ১২, ‘সি’ ক্যাটাগরিতে ১৭, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ ও ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ ক্রিকেটার রয়েছেন।
নিলামের নিয়ম অনুযায়ী– প্রতিটি দল ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ২, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৬, ‘ই’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৩ এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে কমপক্ষে একজনকে কিনতে হবে।
এছাড়াও ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। তবে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় ২৬০ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে।