২৯ নভেম্বর ২০২৫, ২১:১৬

নিলামের আগে বিপিএলের কোন দলে কোন ক্রিকেটার

বিপিএল শিরোপা   © সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে কয়েক বছর পর আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছে নিলাম পদ্ধতি। ৩০ নভেম্বর ঢাকার পাঁচ তারকা এক হোটেলে নিলাম হবে। অবশ্য, নিলামের আগেই দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। দুজন করে দেশি ক্রিকেটারের পাশাপাশি অন্তত একজন এবং সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজিরা। 

সেই সুযোগে তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খানের সঙ্গে চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। রাজশাহী ওয়ারিয়র্স সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ, নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমকে নিয়েছে। রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিমকে দলে রেখেছে।

অন্যদিকে প্রথমবারের মতো বিপিএল খেলতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেসে সৌম্য সরকার, হাসান মাহমুদ, কুশল মেন্ডিস ও জনসন চার্লস খেলবেন। মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, সাইম আইয়ুব ও মোহাম্মদ আমিরের সঙ্গে চুক্তি করেছে সিলেট টাইটান্স। চট্টগ্রাম রয়্যালস শেখ মেহেদী, তানভির ইসলাম ও আবরার আহমেদকে দলে নিয়েছে।

নিলামের আগে বিপিএলে ৬ দলের স্কোয়াড:

ঢাকা ক্যাপিটালস: তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং উসমান খান।

রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিম।

নোয়াখালী এক্সপ্রেস: সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস এবং কুশল মেন্ডিস।

সিলেট টাইটান্স: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব।

রাজশাহী ওয়ারিয়র্স: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান।

চট্টগ্রাম রয়্যালস: শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ।