২৯ নভেম্বর ২০২৫, ১৫:১৪

বিপিএলের নিলাম থেকে বাদ বিজয়সহ ৯ ক্রিকেটার

আনামুল হক  © সংগৃহীত

নানা বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় গত বিপিএল ছিল সমালোচনার কেন্দ্রবিন্দুতে। তবে আসন্ন দ্বাদশ আসরে ফিক্সিংয়ে অভিযুক্তদের না খেলানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়লেও তা প্রকাশ করা হয়নি। তবে এরই মধ্যে নিলামের আগের দিন চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন কয়েকজন ক্রিকেটার।

আগামী রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠেয় নিলামের জন্য আজ প্রকাশিত দেশীয় খেলোয়াড়দের তালিকায় জায়গা হয়নি কয়েকজন পরিচিত মুখের। যেখানে আলোচিত এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতও সেই তালিকার বাইরে রয়েছেন।

গত আসরে বিজয় দুর্বার রাজশাহী এবং মোসাদ্দেক ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। যদিও তালিকা থেকে তাদের বাদ দেওয়ার কারণটা আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। এ ছাড়া আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম বিপিএলের নিলাম থেকে বাদ পড়েছেন। 

দেশীয় ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় মোট ১৫৯ জন জায়গা পেয়েছেন। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে আছেন কেবল লিটন দাস ও নাঈম শেখ। তাদের নিচে ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’-তে ১৭ জন, ‘ডি’-তে ২৬ জন, ‘ই’-তে ৩৮ জন এবং সর্বোচ্চ ৬৩ জন রয়েছেন ‘এফ’ ক্যাটাগরিতে।