২৯ নভেম্বর ২০২৫, ১০:৩৬

ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

আর্জেন্টিনা-ব্রাজিল   © সংগৃহীত

ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই দলের দ্বৈরথও অনেক পুরনো। আর্জেন্টিনা-ব্রাজিলের কথা আসলে প্রথমেই নাম আসে মেসি-নেইমারের কথা। তবে ফুটবলের বাইরে এসে এবার তারা উঁকি দিচ্ছে ক্রিকেটেও। শুক্রবার (২৮ নভেম্বর) আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্রাজিলকে ৮ উইকেটে হারিয়েছে করেছে আর্জেন্টিনা।

এর আগে ব্যাট করে ব্রাজিল ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে ১৪.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে নিজেদের অবস্থান আরও মজবুত করল আর্জেন্টিনা।  দুই দলের মধ্যে এ পর্যন্ত অনুষ্ঠিত তিন ম্যাচের সবকটিতেই জিতেছে আলবিসেলেস্তেরা।

উভয় দলই ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা শুরু করেছে। ২৯টি ম্যাচ খেলে আর্জেন্টিনা যেখানে ১৭টি জয় পেয়েছে, সেখানে ব্রাজিল ১৬ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ৪টি। পাঁচ ম্যাচ সিরিজের এটি ছিল প্রথম লড়াই, ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা।