২৭ নভেম্বর ২০২৫, ২০:০৭
তামিমের পথে হাঁটলেন লিটনও
ইনিংসের শুরুতেই বিপাকে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই আউট হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। ঠিক পরের ওভারে রানের খাতা খুলতে না পারেই আউট হন লিটন দাসও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪ রান। উইকেটে সাইফের নতুন সঙ্গী ইমন।
আইরিশদের ছুঁড়ে দেওয়া রেকর্ড লক্ষ্য তাড়ায় নেমে পঞ্চম বলে উইকেট হারায় স্বাগতিকরা। বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিসের বলে মিড-অনে হ্যারি টেক্টরের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২ রান।
দ্বিতীয় ওভারে আউট অধিনায়ক লিটন। মাত্র ৩ বলে ১ রান করার পর দলকে ৪ রানে রেখে ফেরেন তিনি। অ্যাডাইরের দুর্দান্ত ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে নেওয়া লিটনের শটটি ধরে ফেলেন টিম টেক্টর।