বাংলাদেশকে রেকর্ড লক্ষ্য দিলো আয়ারল্যান্ড
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে আয়ারল্যান্ড। এতে ২০১২ সালে বেলফাস্টে গড়া তাদের আগের সর্বোচ্চ স্কোর ১৪৫/৬ ভেঙে গেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড। দলের হয়ে ৫ ছক্কা ও ১ চারে ৪৫ বলে সর্বোচ্চ ৬৯ রান করেন হ্যারি টেক্টর।
টস জিতে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিল আয়ারল্যান্ড। তবে পঞ্চম ওভারের দ্বিতীয় বলে সেই ঝড় থামান তানজিম সাকিব। প্যাভিলিয়নে ফেরান পল স্টার্লিংকে। টাইমিং ভুল করে স্টার্লিং বলটি আকাশে তুললে সেটি নিরাপদে হাতে জমা নেন সাইফ। ১৮ বলে ২১ করে ফেরেন স্টার্লিং।
পাওয়ার প্লেতে এক উইকেট হারালেও ৪৮ রান তুলেছিল আয়ারল্যান্ড। তবে প্রথম ধাক্কার পর দলের হাল ধরেন দুই ভাই হ্যারি টেক্টর ও টিম টেক্টর। শুরুতে বেশ দেখেশুনেই খেলেন তারা এবং ৬ দশমিক ২ ওভারে দলের অর্ধশতক রানও ছুঁয়ে ফেলেন। তবে এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। আক্রমণাত্মক হতে গিয়ে রিশাদের বলে তামিমের হাতে ক্যাচ তুলে দেন টিম টেক্টর (১৯ বলে ৩২)।
জোড়া উইকেট হারালেও ঝোড়ো ব্যাটিং অব্যাহত রাখেন সফরকারী ব্যাটাররা। অভিজ্ঞ হ্যারি টেক্টরকে চমৎকার সঙ্গ দেন লরকান টাকার। এই জুটিতেই ১২ ওভারে দলীয় স্কোর তিন অঙ্কে পৌঁছে যায় আইরিশদের। তবে বেশি দূর যেতে পারেননি টাকার, শরিফুলের বলে ইমনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১৮ রান করেই থামে তার ইনিংস।
এরপর আয়ারল্যান্ডের রান তোলার দায়িত্ব নিয়ে এগোচ্ছিলেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফার। তবে তানজিম ভাঙেন সেই জুটি। ক্যাম্ফারের ড্রাইভ থেকে ইমন নেন চমৎকার এক ক্যাচ।
ইনিংসের শেষপর্যায়ে টেক্টরের সঙ্গে জুটি বাঁধেন জর্জ ডকরেল। শেষের দিকে ঝোড়ো ব্যাটিংয়ে দলকে ১৮০ রানের পার পৌঁছে দেন টেক্টর। নির্ধারিত ২০ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১৮১ রানে।
বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব ২ উইকেট নেন। একে একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন।