বিপিএলে সিলেট টাইটান্সের কোচিং প্যানেলে বড় চমক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন। তবে আগামী মৌসুমে সিলেট টাইটান্সের জার্সিতে দেখা যাবে তাদের। ড্রাফটের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে দুজনকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
দলটির কোচিং স্টাফেও থাকছে বেশকিছু নতুন মুখ। এবারের বিপিএলে সিলেট টাইটান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি।
এ ছাড়াও প্রথমবারের মতো বিপিএলে কোচিংয়ে নাম লেখাতে যাচ্ছেন ইমরুল কায়েস। বিশ্বস্ত সূত্র জানায়, সিলেটের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেবেন তিনি। পাশাপাশি বোলিং কোচ হিসেবে সাবেক পেসার সৈয়দ রাসেলের সঙ্গে আলোচনা চলছে।
জাতীয় দলের সাবেক এই পেসার এর আগে সিলেট স্ট্রাইকার্সের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। ফিল্ডিং কোচ হিসেবে কেমসলে রবকে দায়িত্ব দেওয়ার কথা প্রায় চূড়ান্ত। তবে এখনো কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজিটি।
গত তিন আসরে অংশ নেওয়া সিলেট স্ট্রাইকার্স আগামী পাঁচ বছরের জন্য মালিকানা নিতে আগ্রহ দেখায়নি। নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স পরিচালনা করছে ‘ক্রিকেট উইথ সামি’ প্রতিষ্ঠানটি।