২৭ নভেম্বর ২০২৫, ১১:৩৯

বিপিএল নিলামে দেশিদের তালিকায় একাধিক চমক

বিপিএলের ট্রফি  © সংগৃহীত

তিন দফা সময় পরিবর্তনের পর অবশেষে আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসতে যাচ্ছে বিপিএলের আসন্ন আসরের নিলাম। ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন নিলামে অংশ নিতে ৫০০-এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিলেন। তবে যাচাই–বাছাই শেষে নিলামে অন্তর্ভুক্তির জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। 

অবশ্য গতকাল বুধবার (২৬ নভেম্বর) দেশিদের বিষয়ে নিশ্চুপ ছিলেন ইফতেখার রহমান মিঠু। তবে বিসিবির ঘনিষ্ঠ সূত্র বলছে, স্থানীয় ১৫৮ জন ক্রিকেটার নিলামের জন্য চূড়ান্ত তালিকায় আছেন।

ওই সূত্রের জানিয়েছে, নিলামে ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন নাঈম শেখ ও লিটন দাসসহ মোট তিন ক্রিকেটার। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা।

অন্যদিকে অভিজ্ঞ দুই তারকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ‘বি’ ক্যাটাগরিতে জায়গা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয় ও ইয়াসির রাব্বি মিলিয়ে মোট ১৫ জন ক্রিকেটার আছেন। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ লাখ টাকা।

‘সি’ ক্যাটাগরিতে আকবর আলি, নাহিদ রানা, জাকির হাসান, মাহফিজুল ইসলাম রবিন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও রিপন মন্ডলসহ ১৮ ক্রিকেটার রয়েছেন। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ২২ লাখ টাকা।

‘ডি’ ক্যাটাগরিতে হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মৃত্যঞ্জয় চৌধুরি, নাসির হোসেন, অমিত হাসান, হাসান মুরাদ, আবু হাসেম, তোফায়েল আহমেদ এবং আলাউদ্দিন বাবুসহ ১৯ ক্রিকেটার, ‘ই’ ক্যাটাগরিতে সোহাগ গাজী, মাহফুজুর রহমান রাব্বি, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, শামসুর রহমান, আশিকুর রহমান শিবলি, শেখ পারভেজ জীবন, মেহেরব অহিনসহ ৩৭ ক্রিকেটার এবং  ‘এফ’ ক্যাটাগরিতে অভিষেক অরণ্য, টিপু সুলতান, ওয়াসি সিদ্দিকি, সফর আলি, শাহরিয়ার সাকিবসহ ৬৬ ক্রিকেটার জায়গা পেয়েছেন।