২৬ নভেম্বর ২০২৫, ২০:০২

ইনস্টাগ্রাম থেকে হলুদের ছবি সরালেন স্মৃতি, বিয়ে কি বাতিল করছেন?

স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে আপাতত স্থগিত হয়েছে  © সংগৃহীত

স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে আপাতত স্থগিত হয়েছে। রবিবার বিয়ের অনুষ্ঠানের ঠিক আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। পরিস্থিতি বিবেচনায় দুই তারকার পরিবার বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ ঘটনার পর সোমবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে এনগেজমেন্ট–সংক্রান্ত সব পোস্ট ও ভিডিও ডিলিট করে দিয়েছেন স্মৃতি। এতে ভক্ত–সমর্থকদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে, তাহলে কি বিয়েই বাতিল করছেন ভারতীয় তারকা ব্যাটার?

কয়েক দিন আগেই ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হাঁটু গেড়ে স্মৃতিকে বিয়ের প্রস্তাব দেন পলাশ মুচ্ছল। আংটি পরানোর সেই রোমান্টিক মুহূর্তের ভিডিও স্মৃতি ও পলাশ দু’জনেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। কিন্তু বিয়ে স্থগিত হওয়ার খবরে সেই ভিডিওসহ বিয়েসংশ্লিষ্ট সব ছবি সরিয়ে ফেলেছেন স্মৃতি। এমনকি সতীর্থ জেমাইমা রডরিগেজ ও শ্রেয়ঙ্কা পাটিলের সঙ্গে তোলা ছবিগুলোও আর তার অ্যাকাউন্টে নেই।

তবে পলাশের সঙ্গে তোলা আগের কিছু ব্যক্তিগত ছবি এখনও রেখেছেন স্মৃতি। তাই অনেক নেটিজেন মনে করছেন, সম্পর্ক ভাঙার বিষয় নয়, বরং বাবার অসুস্থতার কারণেই স্মৃতি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

রবিবার স্মৃতির ব্যক্তিগত সহকারী তুহিন সাংবাদিকদের জানান, ‘সকালে প্রাতরাশের সময় হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন স্মৃতির বাবা। প্রথমে ভেবেছিলাম একটু পর ঠিক হয়ে যাবেন। কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। স্মৃতি তার বাবার খুব কাছের। তাই বাবা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’

বর্তমানে স্মৃতির বাবাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারও এই ঘটনার পর বেশ উদ্বিগ্ন। স্মৃতি যদিও সব পোস্ট ডিলিট করেছেন, পলাশ মুচ্ছল এখনো তার ইন্সটাগ্রামে বিয়েসংশ্লিষ্ট পোস্টগুলো রেখে দিয়েছেন।

ভারতে ‘নজর’–সংক্রান্ত কুসংস্কারও এই আলোচনায় যুক্ত হয়েছে। বিশ্বকাপ জয়ের পর থেকে স্মৃতি ও পলাশ একের পর এক ছবি পোস্ট করছিলেন। অনেকে মনে করছেন, অত্যধিক প্রচারের কারণে ‘নজর লেগেছে’। তবে ছবি মুছে ফেলার প্রকৃত কারণ কী, এখনও তা জানা যায়নি।