শামীমকে ‘কেন সরি’ বললেন লিটন
সবশেষ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে সময়টা মোটেই সুখকর ছিল না শামীম হোসেনের। ফর্মহীনতায় ভুগছেন তিনি, আর সেই কারণেই আয়ারল্যান্ড সিরিজের দল থেকেও বাদ পড়েন। তবে অধিনায়ক লিটন দাস জানালেন, শামীমের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যেই চট্টগ্রামে পৌঁছেছে টাইগাররা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে হাজির হন টাইগার অধিনায়ক।
সংবাদ সম্মেলনে লিটনের কাছে প্রশ্ন করা হয়, ঠিক কোন কারণে স্কোয়াডে জায়গা পাননি শামীম পাটোয়ারি? জবাবে লিটন বলেন, 'আপনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরম্যান্স আশা করতে পারবেন না। আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর জন্য। হোয়াই নট? শামীম কিন্তু একটা সময় ছিল যে, দুই-তিনটা সিরিজে খুব ভালো এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সেইখান থেকে যদি শামীম বাদ পড়ে, এটা শামীমের জন্যও হতাশাজনক।'
তিনি আরও বলেন, 'অধিনায়ক হিসেবে আমি সরি ছাড়া আর কিছুই বলতে পারব না তাকে। কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই যে আমাকে ১৫টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে। তবে কেউ দুই-তিনটা সিরিজ যখন পারফর্ম করবে না, তাকে আমার ব্যাক দেওয়াটাও উচিত। আমি আসলেই সরি যে আমি তাকে ব্যাক দিতে পারিনি।'