২৫ নভেম্বর ২০২৫, ১৯:৫৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের সঙ্গী যারা

বিশ্বকাপ ট্রফি   © সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত বৈশ্বিক এই টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ২০টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ তুলনামূলক কঠিন ‘সি’ গ্রুপে পড়েছে, যেখানে প্রতিপক্ষ হিসেবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, একইসঙ্গে থাকছে নেপাল ও ইতালি।

এছাড়া ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে, যেখানে আরও রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও শ্রীলঙ্কার সঙ্গে একই গ্রুপে জিম্বাবুয়ে। আর শেষ গ্রুপে আফগানিস্তান, কানাডা ও নিউজিল্যান্ডের পাশাপাশি আছে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।

বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল:

গ্রুপ ‘এ’: ভারত,পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র

গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান

গ্রুপ ‘সি’: বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি

গ্রুপ ‘ডি’: সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত