সহজ ম্যাচ হেরেও গর্বিত অধিনায়ক আকবর
পাকিস্তান শাহিন্সকে ১২৫ রানে আটকে জয়ের সহজ সমীকরণ পেয়েছিল বাংলাদেশ ‘এ’। কিন্তু ভালো শুরুর পর স্পিনের ঘূর্ণিতে ৫৩ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ধসে পড়ে দল। মাঝে রাকিবুল হাসান লড়াই জমালেও শেষদিকে আবার চাপ বাড়ে লাল-সবুজের প্রতিনিধিদের। অবশ্য শেষ ওভারে ৭ রান তুলে নিয়ে ম্যাচ সুপার ওভারে নেন সাকলাইন ও রিপন।
তবে সুপার ওভারে মাত্র ৬ রান তুলেই নিশ্চিত জয় হাতছাড়া করে টাইগার যুবারা। সবমিলিয়ে ক্যাচ মিস, দায়িত্বহীন ব্যাটিং—ভুলেই নিশ্চিত জয় পাওয়া ম্যাচটায় শোচনীয় পরাজয় দেখেছে বাংলাদেশ। তবে ম্যাচ শেষে অধিনায়ক আকবর আলী জানান, কঠিন পরিস্থিতিতেও জয়ের বিশ্বাস ছিল দলের।
আকবরের ভাষ্যমতে, ‘ম্যাচ জেতার বিশ্বাসটা আমাদের মধ্যে ছিল। কিন্তু আমাদের শট সিলেকশন ভালো ছিল না, এটার জন্য আমরা শুধু আমাদেরকেই দায় দিতে পারি। দল হিসেবে আমরা যা অর্জন করেছি সেটার জন্য ছেলেদেরকে নিয়ে আমি গর্বিত।’
যুবা অধিনায়ক বলেন, ‘আমরা জানি এই ধরনের উইকেটে স্পিনের বিপক্ষে খেলা সহজ ছিল না। একটা সময় নিয়মিত আউট হতে শুরু করেছিলাম, কিন্তু লোয়ার অর্ডাররা তাদের জাত চেনাল। আমরা সত্যিই তরুণ গ্রুপ, অনেক কিছুর উন্নতি করতে হবে।’
প্রবাসী দর্শকদের ধন্যবাদ জানিয়ে আকবর বলেন, ‘দলের পক্ষ থেকে সমর্থকদের সবাইকে ধন্যবাদ। প্রত্যেকটা ম্যাচেই আমাদের ভাই-বোনেরা মাঠে এসেছে এবং আমাদের সমর্থন দিয়েছে।