বিধ্বংসী রিপনে ছিন্নভিন্ন পাকিস্তান, এশিয়া কাপ জিততে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ
রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত বোলিং দেখালেন বাংলাদেশের তরুণ পেসার রিপন মণ্ডল। সেমিফাইনালে সুপার ওভারে পরপর দুই বলে ভারতের দুই ব্যাটারকে ফিরিয়ে দলকে ফাইনালে তোলার নায়ক ছিলেন তিনি। ফাইনালেও সেই ধারাবাহিকতা ধরে রেখে আবারও আগুন ঝরালেন এই পেসার। রিপনের তোপে যেন ছারখার পাকিস্তান ‘এ’ দল, গুটিয়ে যায় ১২৫ রানে।
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের শিরোপা জিততে বাংলাদেশকে করতে হবে ১২৬ রান। দোহায় আজ ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১২৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান শাহিনস (এ দল)। বাংলাদেশ এ দলের ডানহাতি পেসার রিপন মণ্ডল ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট বাঁহাতি স্পিনার রকিবুল হাসানের।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। রান আউট হয়ে ফেরেন ওপেনার ইয়াসির খান। তিন নম্বরে নামা মোহাম্মদ ফায়েকও রানের খাতা খোলার আগেই ফিরে যান। ২ বল খেলে মেহেরবের বলে বোল্ড হন তিনি।
এরপর কিছুটা লড়াই করার চেষ্টা করেন গাজি ঘুরি ও মায সাদাকাত, তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বড় বিপাকে পড়ে পাকিস্তান। মাঝের ওভারগুলোতে দুর্দান্ত বোলিং করেন বাংলাদেশের দুই স্পিনার রাকিবুল ও রাব্বি। তাদের ঘূর্ণির সামনে রানের চাকা আটকে যায় প্রতিপক্ষের।
শেষদিকে আবারও ঝড় তোলেন রিপন। ১৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে সংগ্রহ করেন ৩ উইকেট। তার আগুনে স্পেলে পাকিস্তানের ইনিংস থামে ১২৫ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিপন, খরচ করেন মাত্র ২৫ রান। রাকিবুল নেন ১৬ রানে ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মেহেরাব, জিশান ও সাকলাইন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৫ ওভারে ৪০ রান করেছে। এখন ব্যাট করছেন অধিনায়ক আকবর আলী ও ইয়াসির আলী রাব্বি। জয়ের জন্য দরকার ৮৬ বলে মাত্র ৯০ রান।