২২ নভেম্বর ২০২৫, ১৬:৫০

বিপিএলে আসছে নোয়াখালী, অনিশ্চিত চট্টগ্রাম!

বিপিএল ট্রফি   © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি তালিকায় প্রথম বাবের মতো নোয়াখালী ও ময়মনসিংহের নাম এসেছিল। অবশ্য, নোয়াখালীর মালিকানা নিতে আগ্রহ দেখালেও প্রাথমিক যাচাই–বাছাইয়ে বাদ পড়ে বাংলা মার্ক লিমিটেড। তবে নতুন করে বিপিএলে যুক্ত হওয়ার গুঞ্জন নোয়াখালীর, যেখানে তাদের ফ্র্যাঞ্চাইজি মালিক হতে পারে দেশ ট্রাভেলস।

গেল ৫ নভেম্বর আগামী পাঁচ মৌসুমের জন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করে বিপিএল গভর্নিং কাউন্সিল। দল হিসেবে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সকে প্রাথমিক তালিকায় রাখা হয়। সে সময়ে শর্তানুযায়ী, পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার কথা ছিল। কিন্তু বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি তা পূরণ করতে পারেনি। এমনকি সময় বাড়িয়েও শর্ত মানতে ব্যর্থ হয় কয়েকটি দল। পরে গুঞ্জন উঠে, ব্যাংক গ্যারান্টি না দেওয়া এবং অন্যান্য কারণে চট্টগ্রাম রয়্যালসকে ফ্র্যাঞ্চাইজি দেবে না বিসিবি; যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণাই আসেনি দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি থেকে।

এদিকে ২৩ নভেম্বর থেকে বিপিএল নিলাম আগামী ৩০ নভেম্বর নেওয়ার পর হোম অব ক্রিকেটে গুঞ্জন, চট্টগ্রামের জায়গায় নতুন কিছুই ভাবছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এছাড়া বিসিবির সূত্র বলছে, দল বাদ না দিয়ে বরং একটি নতুন দল বাড়ানো হতে পারে, যেখানে প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হবে নোয়াখালী। ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামেই দলটি অংশ নিতে পারে বলে গুঞ্জন। অবশ্য, নোয়াখালী ৬ নম্বর দল হিসেবে যুক্ত হবে নাকি চট্টগ্রাম রয়্যালসের জায়গা নেবে, তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। সবমিলিয়ে নানা দোলাচাল আর বিতর্কে আসন্ন বিপিএল।