২২ নভেম্বর ২০২৫, ১৩:৪৪

সাকিবকে টপকে বাংলাদেশের নতুন ‘রাজা’ তাইজুল

তাইজুল ইসলামকে নিয়ে সতীর্থদের উদযাপন  © সংগৃহীত

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের স্পিন শক্তির অন্যতম বড় ভরসা তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে সাকিব আল হাসানকে পেছনে ফেলে দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনার হিসেবে উঠে এসেছেন তিনি।

প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে সাকিবের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তাইজুল; দুজনেরই উইকেট সংখ্যা ছিল ২৪৬। তবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়িয়ে যেতে দ্বিতীয় ইনিংসে বেশিক্ষণ অপেক্ষা করতেই হয়নি বাঁ-হাতি এই স্পিনারকে। দ্রুতই আরেকটি উইকেট দখল করে সাকিবকে পেছনে ফেলেন।

দ্বিতীয় ইনিংসের মাত্র ষষ্ঠ ওভারে অ্যান্ডি বালবার্নিকে এলবিডব্লিউ করে ইতিহাস গড়েন তাইজুল। রিভিউ নিলেও তা কাজে আসেনি আইরিশ অধিনায়কের। টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত চূড়ান্ত করা মাত্রই শীর্ষে ওঠেন তাইজুল।

অবশ্য নিজের করা পরের ওভারে আবারও আঘাত হানেন এই স্পিনার। এবার তার শিকার পল স্টার্লিং। ফুলার লেংথের ডেলিভারিটি খেলতে গিয়ে শর্ট লেগে ক্যাচ তুলে বসেন স্টার্লিং। ২৭ বলে ৯ রান করে ফেরেন আইরিশ এই ওপেনার।

এদিকে থমকে থাকা ক্যারিয়ারে ৭১ টেস্টে ১২১ ইনিংস বোলিং করে ২৪৬ উইকেট নিয়েছিলেন সাকিব। বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার টেস্ট ক্রিকেটে ১৯ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেন। দুই ম্যাচে ১০ কিংবা তার বেশি উইকেটের কীর্তিও তারই দখলে।

অন্যদিকে ৫৭ ম্যাচের ১০২ ইনিংসে তাইজুলের উইকেট সংখ্যা দাঁড়াল ২৪৮-এ। সাকিবের মতো তিনিও দুই টেস্টে ১০ বা তার বেশি উইকেট নেন। আর ইনিংসে পাঁচ উইকেটের কীর্তি তার ১৭ বার। 

এছাড়া ৫৬ টেস্টে ২০৯ উইকেট নিয়ে এই তালিকায় তিন নম্বরে মেহেদী হাসান মিরাজ। ৩৩ টেস্টে ১০০ উইকেট শিকারি মোহাম্মদ রফিক চার নম্বরে। ৩৬ টেস্টে ৭৮ উইকেট নিয়ে সেরা পাঁচে এখনও মাশরাফি বিন মর্তুজা।