২২ নভেম্বর ২০২৫, ১১:৫৭

পাঁচ শ ছুঁই ছুঁই লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

মুমিনুল হক ও মুশফিকুর রহিম  © সংগৃহীত

ঢাকা টেস্টের চতুর্থ দিনের সকালে মাত্র ৬ বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে সেখান থেকে দলের হাল ধরেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তাদের স্থির জুটিতে দ্রুতই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। এই জুটির অর্ধশত রানের পার ছোঁয়।

হাফ-সেঞ্চুরি পূর্ণ করে সত্তরের ঘরে পৌঁছে লাঞ্চ বিরতিতে যান মুমিনুল। আর শততম টেস্টে নামা মুশফিকও হাফ-সেঞ্চুরির একদম কাছেই আছেম। ৬৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮০, লিড বেড়ে ৪৯১ রানে দাঁড়িয়েছে।

এর আগে, দিনের শুরুতেই সাদমান ইসলাম ও মুমিনুল হকের জুটিতে মাত্র ৪৯ বলেই পঞ্চাশ আসে। কিন্তু পরে দ্রুতই শুরু হয় বিপদ। অ্যান্ডি ম্যাকব্রাইনের নিচু হয়ে আসা বলে এলবিডব্লিউ হয়ে ৭৮ রান করে ফেরেন সাদমান। ভাঙে ৫৪ রানের জুটি।

আরও পড়ুন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

এর কিছু পরই বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। জর্ডান নিলের বাড়তি বাউন্সে গালিতে সহজ ক্যাচ দেন তিনি। পাঁচ বলে করেন মাত্র ১ রান।

এরও আগে, বিশাল লিড নিয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ২৬৫ রানে থামানোর পর ব্যাট হাতে দাপট দেখিয়ে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৫৬। অবশ্য দিনের শেষ বিকেলে আউট হন মাহমুদুল হাসান জয়, ৬০ রান করে ফেরেন এই ওপেনার।

আর ৫ উইকেটে ৯৮ রান থেকে তৃতীয় দিন শুরু করেছিল আয়ারল্যান্ড। টাকার (৭৫), জর্ডান নিল (৪৯) ও স্টিফেন ডোহেনির (৪৬) ইনিংসে ভর করে আরও ১৬৭ রান যোগ করে ২৬৫ রানে অলআউট হয় সফরকারীরা।