২০ নভেম্বর ২০২৫, ১০:৫৭

শততম টেস্টে মুশফিকের রেকর্ডের হ্যাটট্রিক

মুশফিকুর রহিম   © সংগৃহীত

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে নেমে ইতিহাস ছুঁয়ে নেন মুশফিকুর রহিম। বিশেষ এ ম্যাচেই গড়েন সেঞ্চুরির অনন্য কীর্তি। দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই তিন অঙ্কে পৌঁছে যান। 

তার ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে তিনশ রানের মাইলফলক পেরিয়ে যায় বাংলাদেশও। তবে দ্বিতীয় দিনের নবম ওভারেই ইনিংস থামে মুশফিকের! ২১৩ বলে ১০৬ রানের দারুণ ইনিংস খেলে ফেরেন উইকেটকিপার এ ব্যাটার। তার ইনিংসে ছিল ৫টি চার।

তবে ইতিহাস গড়ার এ ম্যাচের আরও বেশকটি রেকর্ডেও নাম উঠেছে মুশির। ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে, আর বাংলাদেশের হয়ে প্রথম, শততম টেস্টে শতরান পূর্ণ করার কীর্তি গড়েন মিস্টার ডিপেন্ডেবল। 

১৪৮ বছরের দীর্ঘ টেস্ট ইতিহাসে শততম ম্যাচে কেবলই কলিন ক্রাউড্রে, জাভেদ মিয়াদাঁদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, রিকি পন্টিং, ইনজামাম-উল-হক, জো রুট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা এবং ডেভিড ওয়ার্নার; এই কীর্তি ছুঁয়েছিলেন।

এদিকে মাইলফলক ছোঁয়ার ম্যাচে লিটনের সঙ্গে নিজের সপ্তম শতরানের জুটি গড়েন মুশফিক, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। মাঝে লিটনও নিজের ক্যারিয়ারের ২০তম ফিফটি ছুঁয়ে ফেলেন।

অন্যদিকে মুশফিকের ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি এটি। দেশের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এটি। তার আগে এতগুলো টেস্ট সেঞ্চুরি ছিল শুধু মুমিনুল হকের। ফলে দু'জন এখন শীর্ষে কাঁধে কাঁধ মিলিয়ে।