২০ নভেম্বর ২০২৫, ০৯:৩৩

বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ দল   © সৌজন্যে প্রাপ্ত

আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে ছেলেদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ; যেখানে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। সহজ হিসেবে কঠিন গ্রুপেই পড়েছে আজিজুল হাকিম তামিমের দল।

জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে এবারের আসর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে হারারেতে। টুর্নামেন্টে নতুন চমক হিসেবে তানজানিয়া ও জাপান জায়গা করে নিয়েছে।

গ্রুপ পর্বের পর শুরু হবে সুপার সিক্স রাউন্ড, যেখানে চার গ্রুপের শীর্ষ চার দল ও দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল খেলবে। সেখান থেকে নির্ধারিত হবে সেমিফাইনালের চার দল। এছাড়া ৯ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত অংশগ্রহণকারী দলগুলো প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবে।

এ নিয়ে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেছেন, 'পরবর্তী প্রজন্মের ক্রিকেটার তৈরিতে বয়সভিত্তিক এই টুর্নামেন্টের দীর্ঘ ইতিহাস আছে। ব্রায়ান লারা, সনাৎ জয়সুরিয়া, বিরাট কোহলি থেকে শুভমান গিলের মতো ক্রিকেটার এই পর্যায় থেকে তৈরি হয়েছে। এবারের টুর্নামেন্টে তানজানিয়াকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত।'

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র।
গ্রুপ ‘বি’: জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড, স্কটল্যান্ড।
গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা। 
গ্রুপ ‘ডি’: তানজানিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা।