ভারতের মতো এমন ভরাডুবি আর কারও হয়নি
ইডেন গার্ডেন্সের চিরচেনা স্পিন সহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরেছে ভারত। প্রোটিয়াদের মাত্র ১২৪ রানের ছোট লক্ষ্যও ছুঁতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের তৃতীয় দিনে মোট ১২টি উইকেট পড়েছে। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে হারের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। এতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা। এই পরাজয়ে লজ্জাজনক এক রেকর্ডেও নাম উঠল ভারতের।
এই ম্যাচ দিয়েই ৬ বছর পর ইডেন গার্ডেন্সে টেস্ট ফিরেছে। ভক্তরা দারুণ কিছুর অপেক্ষা করলেও মাত্র তিনদিনেই শেষ হয় এই টেস্ট। এক শ' আগেই টিম ইন্ডিয়াকে গুটিয়ে ইডেনে সবচেয়ে কম রান ডিফেন্ডের রেকর্ডটা এখন দক্ষিণ আফ্রিকার। এর আগে এই রেকর্ডটা ভারতেরই ছিল। ১৯৭৩ সালে ইংল্যান্ডকে ১৯২ রানের লক্ষ্য দিয়েও ২৮ রানে জিতেছিল টিম ইন্ডিয়া।
মূলত প্রোটিয়া স্পিনার সাইমন হার্মারের ঘূর্ণিতে মাত্র ৩৫ ওভার টিকতে পেরেছিল ভারত। এর আগে, দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে গুটিয়ে দিলেও ভারতের জবাবটা ছিল আরও ব্যর্থ। ইনিংসের চতুর্থ বলেই রানের খাতা না খুলে ফেরেন যশস্বী জয়সওয়াল। দলীয় ১ রানের মাথায় লোকেশ রাহুলও ফেরেন। দুই ওপেনারকেই শিকার করেন মার্কো জানসেন।
জানসেনের ধাক্কার পর হার্মার এসে ভেঙে দেন ভারতের মধ্য ও নিচের সারির ব্যাটিং। তার স্পিনবিষে ধ্রুব জুড়েল (১৩), ঋষভ পান্ত (২), রবীন্দ্র জাদেজা (১৮) ও কুলদীপ যাদব (১) বিদায় নেন। এর মাঝেই ওয়াশিংটন সুন্দরকে (৩১) আউট করেন এইডেন মার্করাম। দলের পক্ষে সর্বোচ্চ রানটি তিনিই করেন।
শেষদিকে অক্ষর প্যাটেল (২৬) ও মোহাম্মদ সিরাজকে (০) পরপর দুই বলে ফিরিয়ে ম্যাচের নিষ্পত্তি করেন কেশব মহারাজ। ঘাড়ের ইনজুরির কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি অধিনায়ক শুভমান গিল, যা শেষ পর্যন্ত ভারতের জন্য বড় ক্ষতি হয়ে দাঁড়ায়।
ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সাইমন হার্মার। দুটি করে উইকেট পেয়েছেন মার্কো জানসেন ও কেশব মহারাজ। একটি উইকেট যায় মার্করামের ঝুলিতে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ নভেম্বর, গুয়াহাটিতে।