১৩ নভেম্বর ২০২৫, ১৪:৫৮

রানপাহাড়ে চড়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের

নাজমুল হোসেন শান্ত  © সংগৃহীত

সিলেট টেস্টে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টাইগাররা, এতে ৩০১ রানের বিশাল লিড নিয়েছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্রুতই সাজঘরে ফেরেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় (২৮৬ বলে ১৭১ রান) ও মুমিনুল হক (১৩২ বলে ৮২ রান)। 

তাদের বিদায়ের পর ইনিংসের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে দলকে সামনে এগিয়ে নেন তিনি।

ওয়ানডে ছন্দে ব্যাট চালিয়ে মাত্র ১১৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। তার এই ঝোড়ো ব্যাটিংয়ে এগিয়ে যায় লাল-সবুজের ইনিংস। অন্যপ্রান্তে লিটন দাসও খেলেন আক্রমণাত্মক ইনিংস, ৬৬ বলে করেন ৬০ রান। দুজনের ব্যাটে জমে ওঠে বাংলাদেশের রানের চাকা।

পরবর্তীতে ৩৩ বলে ১৭ রান করে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া ২৬ বলে ১৬ রানের কার্যকর ইনিংস সাজান হাসান মুরাদ। আর ইনিংসের শেষভাগেও হাসান মাহমুদ (২৮ বলে ১৩) এবং নাহিদ রানা (৬ বলে অপরাজিত ৪) টিকে ছিলেন।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে প্রথম ইনিংসে ৩০১ রানে এগিয়ে টাইগাররা।