১২ নভেম্বর ২০২৫, ১৫:০৫

জয়ের সেঞ্চুরির অপেক্ষা নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

বাংলাদেশ দল  © সংগৃহীত

সেঞ্চুরির দ্বারপ্রান্তেই ছিলেন সাদমান ইসলাম, কিন্তু তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার আগেই প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। তবে তিন অঙ্ক স্পর্শ করার আশা জিইয়ে রেখেই চা-বিরতিতে গিয়েছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। সিলেট টেস্টে দ্বিতীয় দিনের চা-বিরতির আগ পর্যন্ত ১ উইকেটে ১৯৮ রান বাংলাদেশের। ৯৪ রানে অপরাজিত জয়।

এর আগে, জয়ের সঙ্গে দেশের টেস্ট ইতিহাসে চতুর্থ সেরা ওপেনিং জুটি গড়ে সাজঘরে ফেরেন সাদমান। আইরিশ বাঁ-হাতি স্পিনার হামপ্রিসের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। ১০৪ বলে ৯ চার আর ১ ছক্কায় ৮০ রানে সাদমান ফেরায় ১৬৮ রানে ভাঙে ওপেনিং জুটি।

বুধবার (১২ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ডকে সকাল সকালই গুটিয়ে দেয় স্বাগতিকরা। এদিন মাত্র ১৪ বল খেলতে পেরেছিল সফরকারীরা। এতে ৯২ দশমিক ২ ওভারে ২৮৬ রানে থামে আইরিশদের ইনিংস। আইরিশদের বাকি দুই উইকেট তুলে নেন তাইজুল ও হাসান।

তাইজুলের লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ৬০ বলে ৩০ রান করা জর্ডান নেইল। এ ছাড়া হাসান মাহমুদের বলে ৩১ রান করা ব্যারি ম্যাকার্থি বোল্ড হওয়ায় থামে আইরিশদের প্রথম ইনিংস।