লাঞ্চের পরেই জোড়া আঘাত বাংলাদেশের
মধ্যাহ্নভোজের বিরতিটাই যেন আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশের জন্য। প্রথম সেশনে তিনটি সহজ ক্যাচ মিস করে হতাশায় ডুবে থাকা টাইগাররা লাঞ্চের পর প্রথম দুই ওভারেই তুলে নিল দুটি গুরুত্বপূর্ণ উইকেট।
নাহিদ রানার নিখুঁত ডেলিভারিতে টাইমিংয়ের ভুল করেন পল স্টার্লিং। ব্যাটের কানায় লেগে বল স্লিপে চলে গেলে তা তালুবন্দি করেন সাদমান ইসলাম। ৬০ রানে থামে স্টার্লিংয়ের ইনিংস, সঙ্গে ভাঙে ৯৬ রানের জুটিও।
পরের ওভারেই আক্রমণে আসেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণির শিকার হন নতুন ব্যাটার হ্যারি টেক্টর। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নেওয়ার পর সিদ্ধান্ত বদলে যায় বাংলাদেশের পক্ষে।
২৮ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৯৭। ক্রিজে আছেন কার্টিস ক্যাম্ফার ও ক্যাড কারমাইকেল।
এর আগে, প্রথম সেশনে বেশকিছু সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সহজ তিনটি ক্যাচ হাতছাড়া করে তারা। সেই ভুলের সুযোগ নিয়েই ইনিংস গড়েন পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেল। এতে মধ্যাহ্ন বিরতির আগে আর কোনো উইকেট না হারিয়ে আরামসে এগিয়ে যায় আয়ারল্যান্ড। ২৬ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৯৪ রান।